উপধ্বনি বা পূরধ্বনি বা সহধ্বনি বা বিস্বম ( Allophone)

উপধ্বনি বা পূরধ্বনি বা সহধ্বনি কাকে বলে :-

যে ধবনি অন্যধ্বনির সঙ্গে এমন পরিপূরক অবস্থানে থাকে যে ধ্বনি দুটি মিলিয়ে একটি ধ্বনিতা বা স্বনিমগঠিত হয় সেই ধ্বনি দুটিকে উপধ্বনি বা পুরধ্বনি বা বিশ্বম ( Allophone) বলে।

যেমন - স্ত্রী শব্দের বানানে তালব্য 'শ' লেখা থাকলেও 'র' এর সঙ্গে সংযোগের ফলে এখানে 'শ' এর স্থানে দন্ত 'স' উচ্চারিত হয়। কিন্তু শীল' শব্দে তালব্য 'শ' ই উচ্চারিত হয়। শ্রী শব্দে তালব্য 'শ' ও শীল শব্দে দন্ত্য স' উচ্চারিত হতে পারে না। জোর করে উচ্চারন করলে তা খাঁটি বাংলা উচ্চারনই হয় না।

এই কথাটি ভাষাবিজ্ঞানী গ্লীসন ব্যাখ্যা করে বলেছেন- “ একাধিক ধ্বনির মধ্যে একটি যখন অন্যটির অবস্থান বা পরিবেশে বসতে না পারে তখন ধ্বনি গুলিকে পরিপূরক অবস্থানে বা প্রতিযোগী অবস্থানে রয়েছে বলা হয়।” তাই এখানে শ' ও 'স' হল পূরক ধ্বনি বা বিস্বম

আরও পড়ুনঃ স্বনিম কাকে বলে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ