পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি?

ব্যাকরণে পুরুষ মানে কোনো পুরুষ-জাতীয় ব্যক্তি নয়। পুরুষকে পক্ষত বলা হয়। আমি পক্ষ, তুমি পক্ষ ও সে পক্ষ। নীচের বাক্য তিনটি লক্ষ করো-

  • আমি অনিমা।
  • তুমি সুলেখা।
  • সে অনিত।

• 'আমি' সর্বনাম পদটি দ্বারা করা নিজেকে বোঝাচ্ছে।

• 'তুমি' সর্বনাম পদটি দ্বারা বক্তার কাছে থাকা অন্যকে বোঝাচ্ছে।

• আর সে সর্বনামপদটি দ্বারা বক্তা দূরের জনকে বোঝাচ্ছে।

আমি, তুমি ও সে হল পুরুষ। এগুলি আসলে ক্রিয়াপদের আশ্রয়। এখন প্রশ্ন হলো পুরুষ কাকে বলে তা নিয়ে আলোচনা করা।

পুরুষ কাকে বলে :-

সমাপিকা ক্রিয়ার বিভিন্ন রূপের জন্য বাক্যের কর্তা বা কর্তৃপদের যে রূপভেদ বা পার্থক্য ঘটে, তাকে পুরুষ বলে।

পুরুষ বলতে ব্যাকরণগত এক বিশেষ রূপকে ধরা হয়, যা 'indicate the number and nature of the participants in a situation (Crystal 2003 344)। একটি বাক্যে বক্তা (Speaker), শ্রোতা (Addressee) ও অন্য সংশ্লিষ্ট অনুপস্থিত (Obviative) এদের মধ্যে যিনি ক্রিয়া করেন, তিনিই ব্যক্তি বা পুরুষ। সাধারণভাবে পুরুষ হল কর্তা ক্রিয়ার আশ্রয়।

আরও পড়ুনঃ পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ কাকে বলে?

পুরুষ কত প্রকার ও কি কি :-

বাংলা ব্যাকরণে পুরুষ তিনপ্রকার –

(ক) উত্তমপুরুষ,

(খ) মধ্যমপুরুষ ও

(গ) প্রথমপুরুষ।

এগুলো সম্পর্কে নীচে আলোচনা করা হলো:

(ক) উত্তমপুরুষ কাকে বলে:-

বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনামপদ ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন- আমি, আমরা, মোরা, মোদের।

প্রয়োগ:

  • আনি এই শহরে বাস করি।
  • "আমরা তরুণ দল।"
  • “মোরা একই বৃত্তে দুটি কুসুম।"
  • “মোদের গরব, মোদের আশা।"

(খ) মধ্যমপুরুষ কাকে বলে:- 

বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে, তার নামের পরিবর্তে যে সর্বনামপদ ব্যবহার করে তাকে মধ্যমপুরুষ বলে।

যেমন- তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, তোদের ইত্যাদি।

প্রয়োগ:

  • আপনি কোথায় থাকেন?
  • তুমি এই কাজের উপযুক্ত ব্যক্তি।
  • তুই তো এখন ডুমুরের ফুল হয়ে গেছিস।
  • আপনি কোথায় থাকেন?
  • তোরা সাবধানে যাবি।
  • তোর ব্যাপারটা কী বল দেখি।
  • তোদের কি কোনোদিনই আক্কেল হবে না?
  • "তর গৌরবে গরব মানিব ।"
  • অকারণ আপনাকে কষ্ট দিলাম ।
  • "তন সুর বাজে মোর গানে।"

(গ) প্রথমপুরুষ কাকে বলে :-

অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে প্রযুক্ত সর্বনামটি হল প্রথম পুরুষ। যেমন— সে ও তারা, তাকে, রায়, যদু, ঘটা, গোরু, উনি ইত্যাদি।

প্রয়োগ:

  • সে আর ফিরে এল না।
  • ওরা কাজ করে।
  • রাম তো একাজে দক্ষ।
  • উনি একজন শিক্ষক।

বচনভেদে পুরুষের রূপভেদ :-

উত্তমপুরুষ
একবচনবহুবচন
আমি

আমার, মোর

আমাকে, মোরে

আমাতে
আমরা, মোরা

আমাদের, মোদের

আমাদিগকে, আমাদেরকে

আমাদিগতে

মধ্যমপুরুষ
একবচনবহুবচন
তুমি, তুই

তোমাকে

আপনার

আপনি

আপনাকে

তোমার, তোর
তোমরা, তোরা

তোমাদিগকে

আপনাদের

আপনারা

আপনাদিগকে

তোমাদের, তোদের

প্রথম পুরুষ
একবচনবহুবচন
সে



এ, ইহা

উহা

তিনি

উনি

রাম
তারা

ওরা

এরা, ইহারা

উহারা

তাঁরা

তাঁরা

রামেরা

পুরুষভেদে ক্রিয়ার রূপ :-

ক্রিয়ার কাল
উত্তমপুরুষমধ্যমপুরুষপ্রথমপুরুষ
বর্তমানকালপড়ছি পড়ছ, পড়ছেনপড়ছে, পড়ছেন
অতীতকালপড়েছিলাম পড়েছিলে, পড়েছিলেনপড়েছিল, পড়েছিলেন
ভবিষ্যৎকালপড়ব পড়বে, পড়বেনপড়বে, পড়বেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ