মৌলিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও? কত প্রকার ও কি কি?

মৌলিক স্বরধ্বনি কাকে বলে :-

যে সকল স্বরধ্বনিকে আর বিশ্লিষ্ট করা যায় না এবং যারা অন্য কোনো ধ্বনির সঙ্গে সাদৃশ্য পূর্ণ নয়, তাদেরই বলা হয় মৌলিক স্বরধ্বনি।

মৌলিক স্বরধ্বনি কত প্রকার ও কি কি :-

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা-ই, এ, অ্যা, আ, অ, ও, উ ।

এই সাতটি স্বরধ্বনিকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভক্ত করা যায়। যেমন,

(ক) জিহ্বার অবস্থান অনুসারে :

সম্মুখ স্বরধ্বনি :

ই, এ, অ্যা, আ-এই চারটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সম্মুখ দিকে আকৃষ্ট হয়। তাই এদের বলা হয় সম্মুখ স্বরধ্বনি।

পশ্চাৎ স্বরধ্বনি :

অ, ও, উ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পশ্চাৎ দিকে আকৃষ্ট হয়। তাই এদের বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি।

উচ্চ স্বরধ্বনি :

ই এবং উ স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে জিহ্বার অবস্থান হয় সব থেকে উচ্চে। সেই জন্য এই দুই ধ্বনিকে বলা হয় উচ্চ স্বরধ্বনি।

আরও পড়ুনঃ ধ্বনির রূপান্তর কাকে বলে?

উচ্চ-মধ্য স্বরধ্বনি :

এ এবং ও স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের মধ্যে উপরের দিকে থাকলেও সর্বাধিক উচ্চতায় থাকে না, তাই এই দুই ধ্বনিকে বলা হয় উচ্চ-মধ্য স্বরধ্বনি।

নিম্ন-মধ্য স্বরধ্বনি :

অ্যা এবং অ স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের নীচের দিকে থাকলেও সর্বাধিক নিম্নে থাকে না; তাই এই দুই ধ্বনিকে বলা হয় নিম্ন-মধ্য স্বরধ্বনি।

নিম্ন-স্বরধ্বনি :

আ-ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় মুখ বিবরের একেবারে নীচে। এই জন্য আ-কে বলা হয় নিম্ন-স্বরধ্বনি।

কেন্দ্রীয় স্বরধ্বনি :

আ-ধ্বনিটি সম্মুখ স্বরধ্বনি ও পশ্চাৎ স্বরধ্বনির মধ্যে অবস্থিত ব'লে একে কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয়।

(খ) মুখবিবরের আকৃতির পরিবর্তন অনুসারে :

প্রসারিত স্বরধ্বনি :

ই, এ, অ্যা, আ—এই চারিটি স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ ও অধর কম-বেশি প্রসারিত থাকে। তাই এদের প্রসারিত স্বরধ্বনি বলে।

কুঞ্চিত স্বরধ্বনি :

অ, ও, উ—এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠাধর ক্রমশ কুঞ্চিত হ'তে থাকে বলে এদের বলা হয় কুঙ্খিত স্বরধ্বনি।

সংবৃত্ত স্বরধ্বনি :

ই এবং উ ধ্বনি উচ্চারণকালে মুখবিবর সর্বাধিক সংবৃত থাকে ব'লে এদের সংবৃত স্বরধবনি বলে।

অর্ধসংবৃত স্বরধ্বনি :

এ এবং ও ধ্বনি দু'টি উচ্চারণের সময় মুখবিবর আংশিক সংবৃত থাকে বলে এদের অর্ধসংবৃত স্বরধ্বনি বলে।

অর্থ বিবৃত স্বরধ্বনি :

অ্যা এবং তা ধ্বনি দু'টি উচ্চারণের সময় মুখবিবর আংশিক বিবৃত হ'লেও সর্বাধিক বিবৃত হয় না। তাই এদের বলা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি।

আরও পড়ুনঃ ধ্বনির আগম কাকে বলে? 

বিবৃত স্বরধ্বনি :

আ-ধ্বনিটি উচ্চারণের সময় মুখবিবর এবং ওষ্ঠাধর সর্বাধিক বিকৃত হয় ব'লে একে বিবৃত স্বরধ্বনি বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ