ধ্বনির স্থানান্তর বা বিপর্যাসজনিত পরিবর্তন কাকে বলে :
উচ্চারণকালে শব্দের মধ্যবর্তী পাশাপাশি দুটি ধ্বনি যদি স্থান বিনিময় করে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ধ্বনির স্থানান্তর।শব্দ মধ্যে ধ্বনির স্থান পরিবর্তন ঘটলে তাকে বলে বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস, বর্ণ বিপর্যয় বা ধ্বনির স্থানান্তর। উচ্চারণের দ্রুততা বা অনায়াস উচ্চারণ প্রবণতায় এই পরিবর্তন ঘটে।
ক) বিপর্যাস বা বর্ণ বিপর্যয় (Metathesis) :
পদের মধ্যে দুটি ধ্বনি পরস্পরের সাথে স্থান বদল করলে, পদটি সামান্য বিকৃত হয়ে যায়, একেই বলে বর্ণ বিপর্যয় বা বিপর্যাস।
যেমন- বাক্স > বাকো, পিশাচ > পিচাশ, মশক > মকস, তলোয়ার > তরোয়াল ইত্যাদি। এই বিপর্যাস স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনিতেই ঘটে।
খ) দূরস্থ ধ্বনির বিপর্যাস বা স্পুনারিজম (Spoonerism) :
অনেক সময় দুটি ধ্বনি নয়, অসাবধানতা বশে বা উচ্চারণ শিথিলতার কারণে একটি বাক্যে দুটি ভিন্ন পদ স্থান বদল করে, একেই বলে দূরস্থ ধ্বনির বিপর্যাস।
ড. স্পুনার এরূপ ভ্রান্তির জন্য বিখ্যাত হন বলে, তাঁর নাম অনুসারে একে বলে স্পুনারিজম।
বাংলায় উদাহরণ—এক কাপ চা > এক চাপ কা, কাবুলের আসানুল্লা > আবুলের কামানুল্লা ইত্যাদি।
আরও পড়ুনঃ ধ্বনির আগম কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.