দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কত প্রকার ও কি কি?

বাংলা ভাষায় দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার অন্যতম উপায় হচ্ছে সমাস। সমাসের মাধ্যমে বাংলায় নতুন শব্দ সৃষ্টি হয়।

আমরা জানি সমাস প্রধানত ছয় প্রকার : দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস।

তাহলে এখন প্রশ্ন হলো দ্বন্দ্ব সমাস কি তা নিয়ে আলোচনা করা।

দ্বন্দ্ব সমাস কাকে বলে :-

যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস।

অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে এবং সংযোজক অব্যয়লোপে সমস্তপদ হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন:

  • ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, 
  • স্বর্গ ও নরক = স্বর্গ-নরক, 
  • তাল ও তমাল = তাল তমাল, 
  • গোয়াত ও কলম = দোয়াত-কলম। 

এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলন প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।

দ্বন্দ্ব মানে জোড়া। এ সমাসে পূর্বপদ ও পরপদের সমৃদ্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং আর এ তিনটি অব্যয় পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। যেমন মাতা ও পিতা = মাতাপিতা।

কত প্রকার ও কি কি :-

মিলনার্থক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে বা সমস্যমান পদগুলোরর মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝায়, তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন- 

  • মা ও বাবা = মা-বাবা, 
  • ভাই ও বোন = ভাই-বোন; 
  • ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে, 
  • পিতা ও পুত্র = পিতা-পুত্র; 
  • মাছ ও ভাত = মাছ-ভাত, 
  • জিন ও পরি = জিন-পরি ইত্যাদি।

সমার্থক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ একই অর্থবিশিষ্ট পৃথক পৃথক শব্দ হয় তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন— 

  • জন ও মানব = জনমানব; 
  • মামলা ও মোকদ্দমা = মামলা-মোকদ্দমা, 
  • কথা ও বার্তা = কথাবার্তা, 
  • ঘর ও বাড়ি = ঘরবাড়ি, 
  • বই ও পুস্তক = বইপুস্তক, 
  • পথ ও ঘাট = পথঘাট ইত্যাদি।

বিরোধার্থক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে পরপদ পূর্বপদের বৈরী ভাব প্রকাশ করে, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন— 

  • অহি ও নকুল = অহিনকুল, 
  • স্বর্গ ও নরক = স্বর্গনরক, 
  • দেব ও দানব - দেবদানব ইত্যাদি।


বিপরীতার্থক শব্দ :

যে দ্বন্দ্ব সমাসের পরপদটি পূর্বপদের বিরোধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • ভালো ও মন্দ = ভালোমন্দ, 
  • দিন ও রাত = দিনরাত, 
  • জোয়ার ও ভাটা = জোয়ারভাটা; 
  • ধনী ও দরিদ্র = ধনীদরিদ্র;
  • জমা ও খরচ = জমাখরচ ইত্যাদি।

সহচর দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের সহচর হিসেবে যুক্ত হয়, তাকে সহচর দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • দয়া ও মায়া = দয়ামায়া , 
  • ধর ও পাকড় = ধরপাকড়, 
  • ছল ও চাতুরী = ছলচাতুরী, 
  • খানা ও পিনা = খানাপিনা ইত্যাদি।

অনুচর দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদটিপ পরপদের অনুচর হিসেবে যুক্ত হয় তাকে অনুচর দ্বন্দ্ব বলে। যেমন- 

  • দোকান ও পাট = দোকানপাট; 
  • কাল ও পরশু = কালপরশু;
  • গোলা ও বারুদ = গোলাবারুদ;
  • কাপড় ও চোপড় = কাপড়-চোপড় ইত্যাদি।

বহুপদনিষ্পন্ন দ্বন্দ্ব :

দুইয়ের বেশি পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বহুপদনিষ্পন্ন দ্বন্দ্ব সমাস বলে।

যেমন-

  • রূপ, রস, গন্ধ ও স্পর্শ = রূপ-রস-গন্ধ-স্পর্শ;
  • ইট, কাঠ, চুন ও সুরকি = ইট-কাঠ-চুন-সুরকি;
  • স্বর্গ, মর্ত এবং পাতাল = স্বর্গ-মর্ত-পাতাল ইত্যাদি।

অলুক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • দুধে ও ভাতে = দুধেভাতে, 
  • হাতে ও কলমে = হাতে-কলমে, 
  • দেশে ও বিদেশে = দেশে-বিদেশে, 
  • মায়ে ও ঝিয়ে = মায়ে ঝিয়ে ইত্যাদি।

সংখ্যাবাচক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয়ের দ্বারা সংখ্যা বোঝায়, তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • বিশ ও পঁচিশ = বিশ-পঁচিশ; 
  • লক্ষ অথবা কোটি = লক্ষ-কোটি; 
  • সাত ও পাঁচ = সাত-পাঁচ, 
  • সাত ও সতেরো - সাত-সতেরো ইত্যাদি।

ক্রিয়াবিশেষণ পদের দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে উভয় পদেই ক্রিয়াবিশেষেণ থাকে, তাকে ক্রিয়াবিশেষণ পদের দ্বন্দ্ব সমাস বলে। এ সমাস অলুক দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। যেমন- 

  • আগে ও পাছে = আগে পাছে, 
  • পাকে ও প্রকারে = পাকে-প্রকারে, 
  • ধীরে ও সুস্থে = ধীরেসুস্থে ইত্যাদি।

ক্রিয়াপদের দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসের পূর্ব-পর উভয় পদই ক্রিয়াপদ, তাকে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন— 

  • লেখা ও পড়া = লেখাপড়া, 
  • চলা ও ফেরা = চলাপেরা, 
  • বাঁচা ও মরা = বাঁচা-মরা; 
  • যাওয়া ও আসা = যাওয়া-আসা ইত্যাদি।

বিশেষ্য পদের দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষ্য বা বিশেষ্যের ভাব প্রকাশ করে, তাকে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • জন্ম ও মৃত্যু = জন্ম-মৃত্যু, 
  • ধান ও পাট = ধান-পাট, 
  • জীবন ও মরণ = জীবন-মরণ; 
  • নদ ও নদী = নদ-নদী ইত্যাদি।

সর্বনাম পদের স্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই সর্বনাম পদ নয়, তাকে সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন- 

  • যথা ও তথা = যথা-তথা; 
  • এটা আর ওটা = এটা-ওটা 
  • এখানে এবং সেখানে = এখানে-সেখানে, 
  • যা ও তা = যা-তা ইত্যাদি।

বিশেষণ পদের দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষণ হয়, তাকে বিশেষণ পদের দ্বন্দ্ব বলে। যেমন- 

  • ছোট ও বড় = ছোট-বড়, 
  • কম ও বেশি = কম-বেশি; 
  • সহজ ও সরল = সহজ-সরল, 
  • বাকি ও বকেয়া = বাকি বকেয়া ইত্যাদি।

একশেষ দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর মধ্যে একটি মাত্র পদ থাকে, অন্য হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন- 

  • সে ও তুমি = তোমরা; 
  • সে, তুমি ও আমি - আমরা ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ