যৌগিক বা সংযোগমূলক ধাতু কাকে বলে :-
বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে বর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে বলা হয় সংযোগমূলক ধাতু।সংযোগমূলক ধাতুর উদাহরণ :-
নিচে সংযোগমূলক ধাতু যোগে গঠিত কয়েকটি ক্রিয়াপদের উদাহরণ নিচে দেয়া হলো-
(ক) 'হ' ধাতু যোগে একমত হ, রাজি হ, সমর্থ হ ইত্যাদি ।
(খ) দে ধাতু যোগে জবাব দে, শান্তি দে, মার দে, ভোট দে।
(গ) কর ধাতুযোগে : সন্দেহ কর, ভক্তিকর, সম্পাদন কর, লাভ কর, যোগ কর, ঘেরাও কর ইত্যাদি সংযোগমূলক ধাতু।
(ঘ) বা ধাতুযোগে মার খা, হাবুডুবু খা, ঘুরপাক খা, ঘুষ খা, লাথি বা ইত্যাদি।
(ঙ) ছাড়' ধাতু যোগে হাত ছাড়, ঘর ছাড়, পথ ছাড় ইত্যাদি ।
(চ) 'পা' ধাতু যোগে কষ্ট পা, দুঃখ পা, সুখ পা, লজ্জা পা ইত্যাদি।
(ক) 'হ' ধাতু যোগে একমত হ, রাজি হ, সমর্থ হ ইত্যাদি ।
(খ) দে ধাতু যোগে জবাব দে, শান্তি দে, মার দে, ভোট দে।
(গ) কর ধাতুযোগে : সন্দেহ কর, ভক্তিকর, সম্পাদন কর, লাভ কর, যোগ কর, ঘেরাও কর ইত্যাদি সংযোগমূলক ধাতু।
(ঘ) বা ধাতুযোগে মার খা, হাবুডুবু খা, ঘুরপাক খা, ঘুষ খা, লাথি বা ইত্যাদি।
(ঙ) ছাড়' ধাতু যোগে হাত ছাড়, ঘর ছাড়, পথ ছাড় ইত্যাদি ।
(চ) 'পা' ধাতু যোগে কষ্ট পা, দুঃখ পা, সুখ পা, লজ্জা পা ইত্যাদি।
আরও পড়ুনঃ নাম ধাতু ক্রিয়া কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.