সুরাঘাত ও সুরতরঙ্গ কাকে বলে :-
স্বরতন্ত্রীরর (Vocal Cord) কম্পনের তীব্রতা বাড়িয়ে কোন ধ্বনি বা শব্দের উপরে জোর দিলে তাকে সুরাঘাত বা স্বরাঘাত (Pitch Accent) বলে।যখন কোন শব্দের অন্তর্গত কোন বিশেষ ধ্বনি বা ধ্বনিগুচ্ছের উপর সুরাঘাত বা স্বরাঘাত দেওয়ার ফলে শব্দের অর্থ নিয়ন্ত্রিত হয় তখন তাকে শব্দ - সুরাঘাত বলে।
সুরের বা স্বরাঘাতের হ্রাস বৃদ্ধির দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয় তখন সেই সুরের ওঠানামাকে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ (Intonation) বলে।
বৈদিক ভাষায় এই স্বরঘাতের তিনটি শ্রেণী নির্ণীত হয়েছিলো। যথা
(ক) উদাও
(খ) অনুদাও
(গ) স্বরিতা
আরও পড়ুনঃ অকর্মক ক্রিয়া কাকে বলে?
(ক) উদাও (High or Acute tone) : সুর যখন উঁচুতে ওঠে তখন হয় উদাও।
(খ) অনুদাও (Lower Grave tone): সুর নীচে নামলে হয় অনুদাও।
(গ) স্বরতি (Combined / Circumflex tone): এই দুয়ের সমাহার ঘটলে হয় স্বরিত।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.