প্রযোজক ক্রিয়া কাকে বলে? প্রযোজক ক্রিয়ার গঠন ও উদাহরণ?

এই পোস্টে আমরা প্রযোজক ক্রিয়া কাকে বলে? প্রযোজক ক্রিয়ার উদাহরণ সহ সহজ উপায়ে বোঝার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমাদের ক্রিয়া কাকে বলে তা জানা অত্যন্ত জরুরী।

বাক্য তৈরির জন্য ক্রিয়াপদের গুরুত্ব সবচেয়ে বেশি। যে কোনো বাক্যে ক্রিয়াপদ থাকবেই। তবে কখনও কখনও হয়ত তার চেহারা চোখে পড়ে না, তার সাহচর্য মেনে আড়ালে। যেমন- রহিম ভালো ছেলে। এখানে ক্রিয়াপদটি উহ্য, রহিম হয় ভালো ছেলে- এমন লেখা হলে 'হ' ধাতু থেকে তৈরি ক্রিয়াপদটি লক্ষ্যযোগ্য হত। কিন্তু বাক্য গঠনে 'হয়' ক্রিয়াপদটির প্রয়োজন নেই। ক্রিয়া বর্তমানকালে প্রায়ই উহ্য থাকে। বাক্যে সাধারণত 'হ' এবং 'আছ' ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ উহা থাকে।

যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদনা করা বুঝায়, তাকে ক্রিয়াপদ বলে।

আমারা জানি এই ক্রিয়াপদকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যথা - সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া।

কিন্তু এই সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পাশাপাশি বিবিধ অর্থে ক্রিয়াকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন

  1. অকর্মক ক্রিয়া
  2. সকর্মক ক্রিয়া
  3. দ্বিকর্মক ক্রিয়া
  4. প্রযোজক ক্রিয়া
  5. যৌগিক ক্রিয়া এবং
  6. মিশ্র ক্রিয়া।

আরও পড়ুনঃ দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে?

তাহলে প্রযোজক ক্রিয়া হলো ক্রিয়ার নানা বিভাগের মধ্যে অন্যতম একটি। এখন প্রশ্ন হচ্ছে প্রযোজক ক্রিয়া কি তা জানা তো শুরু করা যাক।

এই ক্রিয়া একজনের প্রযোজনায় আরেকজনের মাধ্যমে সম্পাদিত হয়। প্রযোজক ক্রিয়ার দুজন কর্তা থাকে। এরমধ্যে একজন কর্তা কাজটি আরেকজন কর্তাকে নিয়ে করান। প্রযোজক ক্রিয়ার দুইজন কর্তার মধ্যে যিনি কাজটি করান, তাকে বলে প্রযোজক কর্তা। আর যিনি কাজটি করেন, তাকে বলে প্রযোজ্য কর্তা।

যেমন- শিক্ষক ছাত্রদের ব্যাকরণ শেখাচ্ছেন। এখানে 'ব্যাকরণ শেখার কাজটি করছে 'ছাত্রেরা', কিন্তু শেখাচ্ছেন 'শিক্ষক'। অর্থাৎ 'শিক্ষক' কাজটি প্রযোজনা করছেন। তাই 'শিক্ষক' এখানে প্রযোজক কর্তা। আর 'ব্যাকরণ শেখার কাজটি আসলে 'ছাত্ররা' করছে, তাই "ছাত্রেরা" এখানে প্রযোজ্য কর্তা।

প্রযোজক ক্রিয়া কাকে বলে :-

যে ক্রিয়া এক জনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। প্রযোজক ক্রিয়াকে সংস্কৃত ব্যাকরণে ণিজন্ত ক্রিয়া বলা হয়।

প্রযোজক কর্তা : যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে।

প্রযোজ্য কর্তা : যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন

প্রযোজক কর্তা
প্রযোজ্য কর্তা
প্রযোজক ক্রিয়া
শিলা
আবিরকে
পড়াচ্ছে
মা
শিশুকে
চাঁদ দেখাচ্ছেন
সাপুড়ে
সাপ
খেলায়
(তুমি)
খোকাকে
কাঁদিও না

জ্ঞাতব্য : প্রযোজক ক্রিয়া রূপে ব্যবহৃত হলে অকর্মক প্রযোজক ক্রিয়া সকর্মক হয়।

প্রযোজক ক্রিয়ার গঠন :

প্রযোজক ক্রিয়ার ধাতু = মূল ক্রিয়ার ধাতু + আ। যেমন- মূল ধাতু √ হাস্ + আ = হাসা (প্রযোজক ক্রিয়া

র ধাতু)। হাসাচ্ছেন বিভক্তি = হাসাচ্ছেন (প্রযোজক ক্রিয়া)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ