ফার্ম কাকে বলে? ফার্মের বৈশিষ্ট্য?

ফার্ম কাকে বলে :-

একটি দ্রব্য উৎপাদনে কতগুলো স্বয়ংসম্পূর্ণ একক থাকে। উৎপাদনের এসব স্বয়ংসম্পূর্ণ একককে প্লান্ট বলে। আর যদি একই ব্যবস্থাপনায় পরিচালিত স্বয়ংসম্পূর্ণ একাধিক প্লান্ট থাকে তবে তাদের সমষ্টিকে ফার্ম বলে। ফার্ম হলো শিল্পের একটি একক। যেমন: ইউএমসি জুট মিল একটি ফার্ম, আর এর অধীনে একই ব্যবস্থাপনায় পরিচালিত প্রত্যেকটি ইউনিট হলো একেকটি প্লান্ট।

ফার্মের বৈশিষ্ট্য :-

ফার্মের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন

১. ফার্ম কেবল একই ধরনের দ্রব্য উৎপাদন করে।

২. ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত;

৩. ফার্ম সীমিত পরিসরের হয়ে থাকে,

৪. ফার্ম কতগুলো প্লান্টের সমষ্টি, যেগুলো মূলত একই ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে।

৫. ফার্ম ব্যক্তি মালিকানার বা অংশীদারি মালিকানার হতে পারে।

৬. শিল্প কর্তৃক উৎপাদন নীতি মেনে নিয়ে ফার্ম তার উৎপাদন কাজ পরিচালনা করে;

৭. ফার্মের ভারসাম্য অবস্থা একক ভাবে বিশ্লেষন করা যায়। ৮. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য থাকেনা, ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ