স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি?

স্নায়ুতন্ত্র কাকে বলে :-

যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনায়ন ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র (Nervous system) বলে।

স্নায়ুতন্ত্রের প্রধান কাজ দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অংশের কাজের মধ্যে যোগসূত্র এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা।

স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি :-

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিন্যাস মানুষের স্নায়ুতন্ত্র প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা

আরও পড়ুন:- জীববিজ্ঞান কাকে বলে?

(ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র :

স্নায়ুতন্ত্রের এ অংশ মস্তিষ্ক (Brain) ও সুষুম্মকান্ড (Spinal cord) নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্র দেহের ভাবুক বা তথ্য প্রসেসর হিসেবে কাজ করে।

(খ) প্রান্তীয় স্নায়ুতন্ত্র :

স্নায়ুতন্ত্রের এ অংশ সেনসরি ও মোটর নিয়ে গঠিত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংবেদী অঙ্গ, পেশি ও বিভিন্ন অস্থির সঙ্গে যুক্ত করে। প্রান্তীয় স্নায়তন্ত্র অভিনেতা বা কুশীলব হিসেবে কাজ করে।


স্নায়ুতন্ত্রের শ্রেণিবিন্যাস ছক আকারে দেখানো হলো-
স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি

স্নায়ুতন্ত্রের কাজ :-

উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা এবং তা বাস্তবায়ন করে, উচ্চতর প্রাণীতে স্মৃতি সংরক্ষণ করা ও দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করা। এক কথায় দেহের মধ্যে সমন্বয় সাধন করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ