করোটিক স্নায়ু কাকে বলে :-
যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করোটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করোটিক স্নায়ু বলে।মানুষের করোটিক স্নায়ু ১২ জোড়া। এদেরকে রোমান সংখ্যা (i-xii) দিয়ে চিহ্নিত করা হয়। করোটিক স্নায়ুসমূহ সেনসরি বা সংবেদী, মটর বা আজ্ঞাবাহী/চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে।
যে সকল স্নায়ু কোন সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কে পৌঁছে দেয় তাদের সংবেদী স্নায়ু বলে। যেমন- অলফ্যাক্টরি ও অপটিক স্নায়ু।
আবার যে সব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় তাদের চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু বলে। যেমন- অকুলোমোটর ও ট্রকলিয়ার স্নায়ু।
কিছু স্নায়ু সংবেদী ও আজ্ঞাবাহী উভয় ধরনের কাজ করে। এদের মিশ্র স্নায়ু বলে। যেমন- ফ্যাসিয়াল বা ট্রাইজেমিনাল স্নায়ু।
আরও পড়ুন :- ট্যিসু কালচার কাকে বলে?
(ক) অপথ্যালমিক -
এটি অক্ষিপল্লব ও নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু। এটি উল্লিখিত অংশ থেকে সংবেদমস্তিষ্কে প্রেরণ কবরে।
(খ) ম্যাক্সিলারি :
এটি অক্ষিপল্লব ঊর্ধ্ব ও নিম্নচোয়ালে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু যা সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে।
(গ) ম্যান্ডিবুলার :
এটি মুখ বিবরের অঙ্কীয়দেশের পেশিতে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি নিম্ন চোয়ালের সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং তাপ, চাপ ও স্পর্শ সংবেদন মস্তিষ্কে প্রেরণ করে।
আরও পড়ুন :- প্রজনন কাকে বলে?
(ক) প্যালাটাইন -
এটি মুখ বিবরের ছাদে বিস্তৃত হয় যা সংবেদী প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ করে।
(খ) হারোম্যান্ডিবুলার -
এটি মুখবিবর ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ ও গ্রীবা সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
(ক) ল্যারিঞ্জিয়াল স্বরযন্ত্রে বিস্তৃত হয়।
(খ) কার্ডিয়াক হৃদপিণ্ডে বিস্তৃত হয়।
(গ) গ্যাস্ট্রিক পাকস্থলিতে বিস্তৃত হয়।
(ঘ) পালমোনারি ফুসফুসে বিস্তৃত হয়।
ভেগাস একটি মিশ্র প্রকৃতির স্নায়ু যার শাখাগুলো সংশ্লিষ্ট অঙ্গের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু ও মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে গলবিল, স্বরযন্ত্র ও গ্রীবা অঞ্চলে বিস্তৃত হয়।
এটি চেষ্টীয় স্নায়ু। উল্লিখিত অঙ্গসমূহের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন :- পৌষ্টিক তন্ত্র কাকে বলে?
করোটিক স্নায়ুর বর্ণনা :-
মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর বর্ণনা নিম্নরূপ-
অলফ্যাক্টরি স্নায়ু:
অগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অলফ্যাক্টরি লোবের শীর্ষদেশ) হতে উৎপন্ন হয়ে নাসিকা গহবরের মিউকাস পর্যন্ত বিস্তৃত হয়। এগুলো সংবেদী স্নায়ু এবং মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করে।অপটিক স্নায়ু:
অগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অপটিক লোবের অঙ্কীয়দেশ) থেকে উৎপত্তি লাভ করে X আকৃতির আড়াআড়ি কায়াজমা সৃষ্টি করে চোখের রেটিনাতে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু যা চোখ থেকে দর্শনের অনুভূতি মস্তিষ্কে বহন করে আনে।অকুলোমোটর স্নায়ু :
মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ থেকে উপন্ন হয়ে চোখের পেশি বিস্তৃত হয়। এগুলো আজ্ঞাবাহী প্রকৃতির বা চেষ্টীয় স্নায়ু। এটি চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে।আরও পড়ুন :- পেশীট্যিসু কাকে বলে?
ট্রকলিয়ার :
এটি মধ্যমস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে চক্ষুপেশিতে বিস্তৃত হয়। এটি চেষ্টীয় প্রকৃতির স্নায়ু যা চক্ষুপেশীর সঞ্চালন নিয়ন্ত্রণ করে।ট্রাইজেমিনাল :
মেডুলা অবলংগাটার অগ্র-পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে তিনটি শাখায় বিভক্ত হয়। যথা-(ক) অপথ্যালমিক -
এটি অক্ষিপল্লব ও নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু। এটি উল্লিখিত অংশ থেকে সংবেদমস্তিষ্কে প্রেরণ কবরে।
(খ) ম্যাক্সিলারি :
এটি অক্ষিপল্লব ঊর্ধ্ব ও নিম্নচোয়ালে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু যা সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে।
(গ) ম্যান্ডিবুলার :
এটি মুখ বিবরের অঙ্কীয়দেশের পেশিতে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি নিম্ন চোয়ালের সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং তাপ, চাপ ও স্পর্শ সংবেদন মস্তিষ্কে প্রেরণ করে।
অ্যাবডুসেস স্নায়ু :
মেডুলা অবলংগাটার অঙ্কীয়দেশ হতে উৎপত্তি লাভ করে অক্ষিগোলকের বহিঃরেকটাস পেশিতে বিস্তৃত হয়। এটি আজ্ঞাবাহী প্রকৃতির বা চেষ্টীয় স্নায়ু। এটি চক্ষুপেশীর সঞ্চালন নিয়ন্ত্রণ করে।আরও পড়ুন :- প্রজনন কাকে বলে?
ফ্যাসিয়াল স্নায়ু :
এটি মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে দুটি শাখায় ভাগ হয়। যথা-(ক) প্যালাটাইন -
এটি মুখ বিবরের ছাদে বিস্তৃত হয় যা সংবেদী প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ করে।
(খ) হারোম্যান্ডিবুলার -
এটি মুখবিবর ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ ও গ্রীবা সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
অডিটরি :
এটি মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে অঃকর্ণে বিস্তৃত হয়। অডিটরি স্নায়ু সংবেদী প্রকৃতির। এটি শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনভূতি মস্তিষ্কে বহন করে।গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু :
এটি মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে জিহবা ও গলবিলে বিস্তৃতি লাভ করে। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনে সহায়তা করে।ভেগাস :
মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ হতে উৎপন্ন হয়ে প্রতিটি স্নায়ু চারটি শাখায় বিভক্ত হয়। যথা-(ক) ল্যারিঞ্জিয়াল স্বরযন্ত্রে বিস্তৃত হয়।
(খ) কার্ডিয়াক হৃদপিণ্ডে বিস্তৃত হয়।
(গ) গ্যাস্ট্রিক পাকস্থলিতে বিস্তৃত হয়।
(ঘ) পালমোনারি ফুসফুসে বিস্তৃত হয়।
ভেগাস একটি মিশ্র প্রকৃতির স্নায়ু যার শাখাগুলো সংশ্লিষ্ট অঙ্গের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু ও মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে গলবিল, স্বরযন্ত্র ও গ্রীবা অঞ্চলে বিস্তৃত হয়।
এটি চেষ্টীয় স্নায়ু। উল্লিখিত অঙ্গসমূহের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন :- পৌষ্টিক তন্ত্র কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.