rna কাকে বলে :-
রাইবোনিউক্লিক অ্যাসিড (Ribonucleic Acid) এর সংক্ষিপ্ত রূপ হলো আরএনএ। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিয়োটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদানরূপে রাইবোজ স্যুগার এবং অন্যতম ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে তা হলো RNA/ আরএনএ।সাধারণত কোষের ৯০ ভাগ আরএনএ সাইটোপ্লাজমে এবং বাকী ১০ ভাগ থাকে নিউক্লিয়াসে। এছাড়াও রাইবোসোম, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে।
rna কত প্রকার ও কি কি :-
গঠন এবং কাজের উপর নির্ভর করে আরএনএ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-আরও পড়ুন :- মানসিক স্বাস্থ্য কাকে বলে?
ক) ট্রান্সফার RNA,
খ) রাইবোসোমাল RNA,
গ) মেসেঞ্জার RNA,
ঘ) জেনেটিক RNA এবং
ঙ) মাইনর RNA ।
আরএনএ-এর ভৌত গঠন :-
আরএনএ এক সূত্রক চেইন বিশেষ । এটি স্থানে স্থানে কুন্ডলিত অবস্থায় থাকে। এর গঠনে একাধিক ইউ (U) আকৃতির ফাঁস বা লুপ থাকে। এ লুপগুলো এলোমেলোভাবে সৃষ্টি না হয়ে একটি বিশেষ নিয়মে সৃষ্টি হয়।আরও পড়ুন :- ডিএনএ কাকে বলে?
কুন্ডলীকৃত অংশগুলোতে ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ডের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে কিন্তু কুন্ডলীহীন অংশগুলোতে ক্ষারকগুলো বন্ধনীহীন।
১. রাইবোজ স্যুগার (পেন্টোজ সুগার- এখানে কার্বনের ২নং স্থানে অক্সিজেন উপস্থিত); এটি পাঁচ কার্বনবিশিষ্ট।
২. নাইট্রোজিনাস বেস- অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন।
৩. ফসফরিক অ্যাসিড।
৪. উক্ত চারটি বেস ছাড়া কোন কোন ক্ষেত্রে অন্য বেসও থাকতে পারে।
কুন্ডলীকৃত অংশগুলোতে ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ডের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে কিন্তু কুন্ডলীহীন অংশগুলোতে ক্ষারকগুলো বন্ধনীহীন।
আরএনএ-এর রাসায়নিক গঠন :-
নিম্নলিখিত রাসায়নিক পদার্থ নিয়ে RNA গঠিত হয়।১. রাইবোজ স্যুগার (পেন্টোজ সুগার- এখানে কার্বনের ২নং স্থানে অক্সিজেন উপস্থিত); এটি পাঁচ কার্বনবিশিষ্ট।
২. নাইট্রোজিনাস বেস- অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন।
৩. ফসফরিক অ্যাসিড।
৪. উক্ত চারটি বেস ছাড়া কোন কোন ক্ষেত্রে অন্য বেসও থাকতে পারে।
আরএনএ-এর কাজ :-
- আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা।
- অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করা।
- রাইবোনিউক্লিয়োপ্রোটিন গঠন করা।
- ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোসোমে পৌঁছে দেয়া।
আরও পড়ুন :- জিন কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.