রাইবোসোম কাকে বলে :-
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উভয় দিকে অথবা নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থিত গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মত অঙ্গাণুকে রাইবোসোম বলে।সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে।
১৯৫৩ খ্রিস্টাব্দে রবিনসন ও ব্রাউন উদ্ভিদ কোষে এদের আবিষ্কার করেন। পরে ১৯৫৬ খ্রিস্টাব্দে জি. ই. প্যালাডে প্রাণী কোষে এদের দেখতে পান।
প্রোক্যারিয়োটিক কোষে রাইবোসোম আদি ক্রোমোসোম (অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) থেকে উৎপন্ন হয় কিন্তু ইউক্যারিয়োটিক কোষে নিউক্লিয়োলাসে উৎপন্ন হয়।
গঠন :-
রাইবোসোমের ব্যাস ৯০-১৬০। এরা দু'টি অসমান উপ একক (Sub unit) দিয়ে গঠিত এবং গোলাকার। এদের রাসায়নিক উপাদান হচ্ছে শতকরা ৫০ ভাগ রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) এবং ৫০ ভাগ হিস্টোন জাতীয় প্রোটিন।আরও পড়ুন :- ক্রোমোজোম কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.