কোষ ঝিল্লি কাকে বলে? কোষ ঝিল্লির গঠন? কোষ ঝিল্লির কাজ কি?

কোষ ঝিল্লি কাকে বলে :-

কোষ প্রাচীরের নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদা সঞ্জীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিল্লি (Plasma membrane) বলে।

মেমব্রেনটি স্থানে স্থানে ভাঁজবিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে। কোষের ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা।

কোষ ঝিল্লির গঠন :-

কোষ ঝিল্লি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। এর গঠন বিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেল প্রস্তাব করেছেন তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে লিপিড-এর অণুগুলো দুটি স্তরে সজ্জিত হয়ে ঝিল্লি এর কাঠামো গঠন করে এবং দু'স্তর লিপিড কাঠামোর মধ্যে প্রোটিন অণুগুলো অবস্থান করে।

আরও পড়ুন :- কোষ প্রাচীর কাকে বলে?

বিভিন্ন বিজ্ঞানীদের দেয়া মডেলগুলো ( যেমন Danielli- Davson Model, Fluid Mosaic Model Unit Membrane Model | Benson's Model উল্লেখযোগ্য। এসমস্ত মডেলগুলোর মধ্যে Fluid Mosaic Model টি সর্বাধিক গ্রহণযোগ্য।

কোষ ঝিল্লির কাজ কি :-

১. কোষকে নির্দিষ্ট আকার দান করে।

২. কোষ এর আভ্যন্তরীণ সকল বস্তুকে বেষ্টন করে রাখে।

৩. বাইরের সকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্ত্রকে রক্ষা করে।

৪. কোষের বাইরে এবং ভেতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে (ভেদা, অভেদ্য বা অর্ধভেদ্য হিসেবে)।

৫. বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে।

৬. বিভিন্ন রকম কোষ অঙ্গাণু (যেমন- মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি) সৃষ্টিতে সহায়তা করে।

আরও পড়ুন :- কোষ কাকে বলে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ