জেনেটিক কোড কাকে বলে :-
কোড হলো গোপন বার্তা বা গোপন সংকেত। আমরা সকলে জানি যে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়। এক ধরনের কোড তথা গোপন সংকেতের মাধ্যমে বৈশিষ্ট্যের এ স্থানান্তর ঘটে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এ কোডকে বলা হয় জেনেটিক কোড। DNA তে এ কোড অবস্থান করে।জেনেটিক কোডের বৈশিষ্ট্য :-
জেনেটিক কোড কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে। যথা১. কোডনগুলো ট্রিপলেট।
২. একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে (যেমন- লিউসিন)।
৩. একটি কোডন কখনও একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না।
৪. কোডন তৈরিতে নিউক্লিয়োটাইড কখনও ওভারলেপ করে না বরং ক্রমসজ্জা অনুসরণ করে।
৫. কোডনসমূহ সার্বজনীন অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য এবং আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনও একই রকম আছে।
জেনেটিক কোডের আবিষ্কারক ড. হরগোবিন্দ খোরানা (ভারত)। তিনি কৃত্রিম জীন আবিষ্কার করেন।
স্টার্ট কোডন কি?
স্টার্ট কোডন হল একটি মেসেঞ্জার যা RNA ট্রান্সক্রিপ্টের প্রথম কোডন, যা একটি রাইবোসোম দ্বারা অনুবাদ করা হয়েছে। স্টার্ট কোডন সর্বদা ইউক্যারিওটস এবং আর্কিয়াতে মেথিওনিন এবং ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে এন-ফর্মাইলমেথিওনিনের জন্য কোড করে। স্টার্ট কোডন প্রায়শই একটি 5' অঅনুবাদিত অঞ্চলের আগে থাকে।
জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে?
জেনেটিক কোডে চারটি নাইট্রোজেন বেস থাকে। যথা- অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং থাইমিন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.