স্তম্ভ নকশা এবং আয়তলেখ এবং গণসংখ্যার মধ্যে পার্থক্য

স্তম্ভ নকশা এবং আয়তলেখের মধ্যে পার্থক্য :-

স্তম্ভ নকশা এবং আয়তলেখ ভিন্ন ধরনের। নিম্নে এদের মধ্যে পার্থক্য দেখানো হল

১. স্তম্ভ নকশা গুণগত অথবা পরিমাণগত উভয় চলক এর জন্য অংকন করা যায় কিন্তু আয়তলেখ কেবলমাত্র চলক থেকে উদ্ভূত গণসংখ্যা নিবেশনের জন্য করা যায়।

২. স্তম্ভ নকশায় বিভিন্ন স্তম্ভের মাঝে ফাঁক থাকে কিন্তু আয়তগুলো বিভিন্ন আয়তক্ষেত্র পাশাপাশি থাকে।

আরও পড়ুন :- ধ্রুবক ও চলক কি?

৩. স্তম্ভ নকশার সকল স্তম্ভের ভূমির দৈর্ঘ্য সমান থাকে কিন্তু শ্রেণি ব্যবধান অসমান হলে আয়তলেখের আয়তক্ষেত্রে ভূমি দৈর্ঘ্য অসমান হতে পারে।

৪. স্তম্ভ নকশায় স্তম্ভের দৈর্ঘ্যের বিবেচনা করা হয় কিন্তু আয়তলেখে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই বিবেচনা করা হয়।

আয়তলেখ এবং গণসংখ্যা বহুভূজের মধ্যে পার্থক্য :-

১. আয়তলেখ এবং গণসংখ্যা বহুভূজ উভয়ই গণসংখ্যা নিবেশনকে চিত্রে প্রকাশ করে।

২. দুই বা ততোধিক গণসংখ্যা নিবেশনকে গণসংখ্যা বহুভূজের মাধ্যমে তুলনা করা যায় কিন্তু আয়তলেখের মাধ্যমে দুই বা ততোধিক গণসংখ্যা নিবেশনের তুলনা করা যায় না।

৩. গণসংখ্যা বহুভূজ আয়তলেখের চেয়ে অংকন করা সহজ এবং নির্ভুল ।

৪. অসম শ্রেণি ব্যবধানের জন্য আয়তলেখ অংকন করা যায় কিন্তু শ্রেণিবন্ধ তথ্যের ক্ষেত্রে শ্রেণি ব্যবধান সমান হলেই গণসংখ্যা বহুভূজ অংকন করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ