সারণিকরণ কাকে বলে :-
সারণিকরণ হচ্ছে কোন অনুসন্ধান থেকে প্রাপ্ত অশোধিত তথ্যকে নিয়মতান্ত্রিকভাবে সারি ও কলামে সাজিয়ে সারণি (Table) আকারে প্রকাশ করা। শ্রেণিবন্ধকরণ সারণিকরণের প্রথম ধাপ এবং শ্রেণিবন্ধকরণ সারণিকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। তথ্যের পরিমাপ, প্রকৃতি ও বিশ্লেষণের উদ্দেশ্যের উপরেই সারণির আকৃতি নির্ভর করে।একটি সারণির বিভিন্ন অংশগুলো হলো
১) সারণির নম্বর (Table number)
২) সারণির শিরোনাম (Title)
৩) কলাম শিরোনাম (Column Title)
৪) সারি শিরোনাম (Row Title)
৫) মূল অংশ (Main body )
৬) উৎস (Source)।
সারণিকরণের নীতিমাল :-
সারণি তৈরি করার সময় নিম্নলিখিত নীতিমালা মেনে চলতে হবে-ক) সারণি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে যাতে করে এর বিষয়বস্তু অতি সহজে বুঝা যায়।
আরও পড়ুন :- পরিঘাত কাকে বলে?
খ) একটি সারণি স্বয়ংসম্পূর্ণ হতে হবে অর্থাৎ সারণির সকল অংশ যেমন শিরোনাম, সংখ্যা, কলাম ও সারির শিরোনাম ইত্যাদি ঠিকমত উপস্থাপিত হয়েছে কিনা এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।
গ) তথ্যের পরিমাণের উপর ভিত্তি করে সারণি করতে হবে। প্রয়োজন হলে এক বা একাধিক সারণি তৈরি করা যেতে পারে।
ঘ) সাধারণত এক শ্রেণির তথ্য থেকে অন্য শ্রেণির তথ্যের পার্থক্য বুঝাবার জন্য মোটা রেখা টানতে হয় এবং উপশ্রেণির পার্থক্য বুঝাবার জন্য পাতলা রেখা টানা উচিত।
ঙ) প্রতিটি শিরোনাম এবং উপ-শিরোনাম পরিমাপের একক উল্লেখ করতে হবে।
চ) সর্বোপরি সারণি নির্ভুল হওয়া উচিত যাতে করে বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক বিশ্লেষণ অতি সহজে এবং নির্ভুলভাবে করা যায়।
সারণিকরণের সুবিধা :-
সারণিকরণের সুবিধাসমূহ নিচে দেওয়া হল-১. সারণিকরণের প্রাথমিক সুবিধা হচ্ছে ছোট পরিসরে তথ্যকে অর্থপূর্ণভাবে উপস্থাপন করা হয়।
২. সারণি সমস্ত তথ্য মালাকে এমনভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে যে এক নজরে এবং অল্প সময়ে তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৩. একটা ভাল সারণি তথ্য বিশ্লেষণের সমস্ত ক্ষেত্র তৈরি করে।
৪. বিভিন্ন তথ্যের তুলনা করতে হলে সারণি করে তুলনা করা যায়।
আরও পড়ুন :- ধ্রুবক ও চলক কি?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.