পরিঘাত কাকে বলে :-
কোন তথ্য সারির প্রতিটি মান হতে যে কোনো একটি ধ্রুবক বা গাণিতিক গড়ের ব্যবধান নেয়া হয়। প্রতিটি ব্যবধান একই ঘাত নিয়ে এদের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই পরিঘাত বা Moment বলে।পরিঘাত কত প্রকার ও কি কি :-
বিন্যাসের বিভিন্ন বিন্দু হতে পরিঘাত নির্ণয় করা হয়। গাণিতিক গড় হতে সংজ্ঞায়িত পরিঘাতগুলিকে শোধিত বা কেন্দ্ৰীয় পরিঘাত বলে। গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোন বিন্দু হতে সংজ্ঞায়িত পরিঘাতগুলিকে অশোধিত পরিঘাত বলে। তাই কোন বিন্যাসের পরিখাত সাধারণত: দুইভাবে সংজ্ঞায়িত করা যায়।আরও পড়ুন :- কালীন সারি কাকে বলে?
পরিঘাতের সংজ্ঞার উপর ভিত্তি করে একে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা:
(১) অশোধিত বা কাঁচা পরিঘাত (Raw Moments );
(২) শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত (Central Moments) গাণিতিক গড় হতে।
১) অশোধিত বা কাঁচা পরিঘাত কাকে বলে :-
কোন তথ্য সারি বা সারণীর বিভিন্ন মান থেকে গাণিতিক গড় ব্যতীত অন্য কোনো ধ্রুবক হতে বিচ্যুতি নিয়ে পরিঘাত নির্ণয় করলে তাকে কাঁচা বা অশোধিত পরিখাত বলে।
২) শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে :-
কোন নিবেশনের বা সারির বিভিন্ন মান থেকে গাণিতিক গড়ের বিচ্যুতি নিয়ে পরিঘাত নির্ণয় করতে হলে তাকে কেন্দ্রীয় বা শোষিত পরিঘাত বলে।
আরও পড়ুন :- সূচক সংখ্যা কাকে বলে?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.