খনিজ ও শিলার মধ্যে পার্থক্য কোথায়

খনিজ ও শিলার মধ্যে পার্থক্য :- 

খনিজশিলা
দুই বা ততোধিত মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি হয় তাকে খনিজ বলে ।বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে শিলা বলে ।
খনিজ বিভিন্ন রাসায়নিক উপাদানে গঠিত।

বিভিন্ন খনিজের সমন্বয়ে শিলা গঠিত।
অধিকাংশ খনিজ স্ফটিকাকার হয়।শিলার নির্দিষ্ট কোনো আকার নাই ।
খনিজের রাসায়নিক সংকেত ও সংস্থিতি আছে।শিলার রাসায়নিক সংকেত ও সংস্থিতি নাই।
খনিজ রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ।শিলা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না ।
খনিজ ক্ষয়প্রাপ্ত হয় না ।শিলা ক্ষয়প্রাপ্ত হয় ।
খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত।শিলার ধর্ম এর গঠনকারী খনিজের দ্বারা নিয়ন্ত্রিত।
খনিজের সুনির্দিষ্ট ভৌত গুণাবলী আছে।শিলার গুণাবলীর মধ্যে সুনির্দিষ্টতা নাই ।
খনিজের অর্থনৈতিক গুরুত্ব অনেক।শিলার অর্থনৈতিক গুরুত্ব তুলনামুলক কম ।

আরও পড়ুন :- খনিজ সম্পদ কাকে বলে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ