খাদক কাকে বলে? খাদক কত প্রকার ও কি কি? প্রাথমিক খাদক ও গৌণ খাদক কাকে বলে?

খাদক কাকে বলে :-

ইকোসিস্টেম প্রক্রিয়ায় উৎপাদক কর্তৃক তৈরি খাদ্যের উপর নির্ভরশীল জীবগোষ্ঠিকে বলে খাদক।

এককথায়, বাস্তুসংস্থানের পরভোজী জীবগুলিকে খাদক বলা হয়। এরা সবুজ উদ্ভিদ কর্তৃক তৈরিকৃত শর্করা জাতীয় খাদ্যকে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে।

খাদক হিসেবে প্রধানত প্রাণিদেরকে বুঝানো হয়ে থাকে, কেননা প্রাণিরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে অক্ষম। ফলে খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।


খাদক কত প্রকার ও কি কি :-

খাদককে কয়েকটি স্তরে ভাগ করা হয়ে থাকে, যথা

ক. প্রথম স্তরের খাদক বা প্রাথমিক খাদক (Primary consumers)।
খ. দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক (Secondary consumers) এবং
গ. তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক (Tertiary consumers)।
খাদক কাকে বলে

প্রথম স্তরের খাদক বা প্রাথমিক খাদক :

যে সকল প্রাণিরা কেবলমাত্র উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে প্রথম স্তরের খাদক বলা হয়।

বিভিন্ন শ্রেণীর তৃণভোজী প্রাণি, যেমন পানিতে ভাসমান প্রাণিকণা বা জুয়োপ্লাঙ্কটন (zooplankton), কীটপতঙ্গ, গরু, ছাগল, হরিণ, ঘাসফড়িং, প্রজাপতি, ইত্যাদি প্রত্যক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল।

দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক :

যে সকল প্রাণিরা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের দ্বিতীয় স্তরের খাদক বলা হয়।

আরও পড়ুন :- জলচক্র কি?

ব্যাঙ কীটপতঙ্গ খায়, বাঘ, সিংহ, শিয়াল প্রভৃতি প্রাণি তৃণভোজী প্রাণি যায়। এজন্য এরা দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকরা পরোক্ষভাবে উৎপাদকের (উদ্ভিদের) উপর খাদ্যের জন্য নির্ভর করে। মাছ, দোয়েল, সারস, সাপ, কাক, কুকুর, নেকড়ে, মাকড়সা, টিকটিকি ইত্যাদি প্রাণিরা দ্বিতীয় স্তরের খাদক হিসেবে উল্লেখযোগ্য।

তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক :

দ্বিতীয় স্তরের খাদকদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়।

তৃতীয় স্তরের খাদক হিসেবে বাজপাখি, শকুন, হাঙ্গর, কুমির, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণির নাম উল্লেখযোগ্য। অনেক সময় কোনো কোনো প্রাণি একাধিক স্তরের খাদক হিসেবে ব্যবহৃত হয়।

যেমন- ময়ুর উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণকালে প্রথম স্তরের খাদক এবং ছোট সাপকে খাদ্য হিসেবে গ্রহণকালে তৃতীয় স্তরের খাদক হিসেবে কাজ করে। তেমনিভাবে মানুষ ভাত ও ডাল খেলে প্রথম স্তরের খাদক এবং মাংস, মাছ, দুধ ইত্যাদি খেলে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ