যৌথ উদ্যোগ ও চালানি কারবারের মধ্যে পার্থক্য :-
যৌথ উদ্যোগ এবং চালানি কারবারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে অনেক অমিল বা পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে কয়েকটি প্রধান পার্থক্য সংক্ষেপে উল্লেখ করা হলো:
আরও পড়ুন:- একতরফা দাখিলা পদ্ধতি কি?
পার্থক্যের ভিত্তি | যৌথ উদ্যোগ | চালানি কারবার |
---|---|---|
১.সংজ্ঞা | দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসায়িক কার্য পরিচালনা করলে তাকে যৌথ উদ্যোগ বলা হয় । | নির্দিষ্ট কমিশনের বিনিময়ে প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য প্রেরণ করা হলে তাকে চালানি কারবার বলা হয় । |
২. উদ্দেশ্য | স্বল্পকালীন সাময়িক কার্য সম্পাদন করে মুনাফা অর্জন এর মূখ্য উদ্দেশ্য। | স্থায়ী ও বিস্তৃত বাজার সৃষ্টি ও বিক্রয় বৃদ্ধি এর মূখ্য উদ্দেশ্য। |
৩. সম্পর্ক | যৌথ উদ্যোগীদের মধ্যে অংশিদারি সম্পর্ক বিদ্যমান। | সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মূখ্য ব্যক্তি ও প্রতিনিধির সম্পর্ক বিদ্যমান। |
৪. মূলধন সরবরাহ | সাধারণত সহ-উদ্যোগীগণ সকলেই মূলধন সরবরাহ করে থাকে। | চালান প্রেরক যাবতীয় মূলধন সরবরাহ করে থাকে। তবে চালান প্রাপক অগ্রিম কিছু অর্থ প্রদান করতে পারে। |
৫. মালিকানা | যৌথ উদ্যোগীগণই কারবারের মালিক । | চালান প্রেরকই কারবারের মালিক। প্রাপক শুধুমাত্র কমিশন এজেন্ট। |
৬. পরিচালনা | যৌথ উদ্যোগীগণ সমভাবে কারবার পরিচালনায় অংশগ্রহন করতে পারে। | চালান প্রেরকই কারবার পরিচালনা করে, চালান প্রাপক মালিকের পক্ষে পণ্য বিক্রয় করে। |
আরও পড়ুন :- শাখা হিসাব ও বিভাগীয় হিসাবের মধ্যে পার্থক্য?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.