আর্থিক ও উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের পার্থক্য :-
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান আর্থিক হিসাববিজ্ঞানের একটি বর্ধিত অংশ। হিসাববিজ্ঞানের দুটি শাখা হলো উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাব। শিল্প-কারখানার হিসাবের চাহিদা মেটাতে যেয়ে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উৎপত্তি হয়েছে। প্রায় সমজাতীয় তথ্যের ভিত্তিতে উভয় প্রকার হিসাব প্রস্তুত করা হয় এবং হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য অর্জিত হয়। তথাপি এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিম্নে আর্থিক হিসাববিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মধ্যেকার পার্থক্য ছকের মাধ্যমে দেখানো হলো :আরও পড়ুন :- উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে?
বিষয় | আর্থিক হিসাববিজ্ঞান | উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান |
---|---|---|
১. সংজ্ঞা | নির্দিষ্ট সময়ে লেনদেনের উপর ভিত্তি করে সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করার কলাকৌশলকে আর্থিক হিসাববিজ্ঞান বলে । | উৎপাদন ব্যয় নির্ণয়, নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে যে হিসাব পদ্ধতি অনুসৃত হয় তাকে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বলে। |
২. উদ্দেশ্য | কোন নির্দিষ্ট সময়কালের লাভ-ক্ষতি নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করা এর উদ্দেশ্য। | উৎপাদন বা সেবার ব্যয় নির্ণয়, নিয়ন্ত্রণ ও বিক্রয়মূল্য নির্ধারণ করে একক ভিত্তিক লাভ-ক্ষতি নির্ণয় করা এর উদ্দেশ্য। |
৩. আওতা | বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত সকল হিসাব এর আওতাধীন। | পণ্য বা সেবার উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত লেনদেন এর আওতাধীন । |
৪. নিয়ন্ত্রণ | আর্থিক হিসাববিজ্ঞান কোন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয় না। ফলে অবচয় ও অপচয় বৃদ্ধি পায়। | উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় অবচয় ও অপচয় হ্রাস পায় । |
৫. তথ্য সরবরাহ | এ হিসাব ব্যবস্থা ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত তথ্য ও প্রকৃত অংকের সরবরাহ করে কিন্তু সব ধরণের হিসাব তথ্য দিতে পারে না। | এ হিসাব ব্যবস্থা ব্যবস্থাপনার সিদ্ধান্তগ্রহণে আংশিক প্রকৃত ও আংশিক অনুমিত তথ্য সরবরাহ করে কিন্তু যাবতীয় তথ্য প্রদানে সক্ষম। |
৬. লাভ-ক্ষতির কারণ নির্ণয় | এ হিসাবের মাধ্যমে লাভ-ক্ষতির যথার্থ কারণ জানা সম্ভব হয় না । | এ হিসাবের মাধ্যমে মিলকরণ বিবরণী প্রস্তুত করে লাভ-ক্ষতির কারণ নির্ণয় করা সম্ভব। |
৭. মজুদ মূল্যায়ন | এ হিসাবে মজুদের মূল্যায়ন ক্রয়মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি ছোট তার ভিত্তিতে করা হয়। | এ হিসাবে প্রকৃত ব্যয়ের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। |
৮. দক্ষতা পরিমাপ | আর্থিক হিসাববিজ্ঞানে শ্রমিক বা যন্ত্রপাতির দক্ষতা পরিমাপের কোন ব্যবস্থা নেই । | উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানে শ্রমিক ও যন্ত্রপাতির দক্ষতা পরিমাপের ব্যবস্থা আছে। |
৯. নমনীয়তা | ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে প্রণীত হয় বলে আর্থিক হিসাববিজ্ঞানের তথ্যের নমনীয়তা কম । | ঐতিহাসিক উপাত্তের পাশাপাশি ভবিষ্যৎ অনুমানের উপর ভিত্তি করে ব্যয় হিসাব করা হয় বলে এর নমনীয়তা বেশী । |
১০.উপস্থাপনা | আর্থিক হিসাববিজ্ঞানে তথ্য সমূহ সমষ্টিগতভাবে উপস্থাপন করা হয়। | উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানে খরচগুলোকে একক ভিত্তিতে উপস্থাপন করা হয় । |
১১. আইনগত দিক | এ হিসাবের ক্ষেত্রে কোম্পানী আইন, আয়কর আইন, অংশীদারী আইন সহ ব্যবসার সাথে সম্পৃক্ত সব আইন মেনে চলতে হয়। | উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে এসব আইন মেনে চলতে হয় না । |
১২. কালান্তিক প্রতিবেদন পেশ | এ হিসাব ব্যবস্থায় সাধারণত বছরে একবার কারবারের লাভ-ক্ষতি নির্ণয় করে তার আর্থিক অবস্থা তুলে ধরা হয়। | এ ব্যবস্থায় ব্যবস্থাপনার প্রয়োজনে যে কোন সময় যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন পেশ করা হয়। |
১৩. মূল্য নির্ধারণ | এ ব্যবস্থার মাধ্যমে জব, প্রক্রিয়া, পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা হয় না । | উৎপাদন ব্যয় হিসবের মাধ্যমে জব, প্রক্রিয়া, পণ্য বা সেবার মূল্য সহজেই নির্ধারণ করা যায়। |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.