ব্র্যান্ডিং কী বা কাকে বলে :-
ব্র্যান্ড হলো কোনো নাম শর্ত, প্রতীক বা নকশা অথবা এগুলোর সংমিশ্রণ, যা ব্যবহার করে বিক্রেতা তার পণ্য বা সেবাকে অন্যদের পণ্য থেকে আলাদা করে।কোম্পানি বা বিক্রেতাদের পণ্য বা সেবাকে আলাদাভাবে চিহ্নিত করে প্রতিযোগীদের পণ্য থেকে পৃথক সেবা প্রদানসহ নতুনভাবে উপস্থাপনকে ব্র্যান্ডিং বলে।
Philip Kotler & Gary Armstrong ব্র্যান্ডকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে, "Brand is a name, term sign, symbol or design or a combination of these that identifies the maker or seller of a product or service."
আরও পড়ুন :- মূল্য কাকে বলে?
অর্থাৎ পণ্য বা সেবা উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য বা সেবা চিহ্নিত করার জন্য যে সকল নাম, টার্ম, সংকেত, প্রতীক বা নকশা অথবা এই সবকিছুর মিশ্রণে যা ব্যবহার করে তাকে ব্র্যান্ড বলে।
Meccarthy and Perreault-এর মতে, "Branding means the use of a name, ferm, symbol or design or combination of these to identify a product. অর্থাৎ
ব্র্যান্ডিং হলে কোনো নাম, টার্ম, সংকেত বা ডিজাইন বা এসবের সংমিশ্রণ, যা একটি পণ্যকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।
ভোক্তারা ব্র্যান্ডকে পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে এবং অনেক ক্ষেত্রে ব্র্যান্ড ইমেজের কারণেই কোনো পণ্য ভোক্তা গ্রহণ করে এবং অন্যকে প্ররোচিত করে ব্যবহার করার জন্য। ব্র্যান্ডের মাধ্যমেই একটি পণ্য বা সেবার সম্পর্কে পরিচিতি ভোক্তা বা ক্রেতার কাছে প্রকাশ করা হয়। অতএব, একটি ব্র্যান্ডের মাধ্যমেই একটি পণ্য বা সেবার সব কিছু ভোক্তা বা ক্রেতার কাছে প্রকাশ পায়।
অর্থাৎ পণ্য বা সেবা উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য বা সেবা চিহ্নিত করার জন্য যে সকল নাম, টার্ম, সংকেত, প্রতীক বা নকশা অথবা এই সবকিছুর মিশ্রণে যা ব্যবহার করে তাকে ব্র্যান্ড বলে।
Meccarthy and Perreault-এর মতে, "Branding means the use of a name, ferm, symbol or design or combination of these to identify a product. অর্থাৎ
ব্র্যান্ডিং হলে কোনো নাম, টার্ম, সংকেত বা ডিজাইন বা এসবের সংমিশ্রণ, যা একটি পণ্যকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।
ভোক্তারা ব্র্যান্ডকে পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে এবং অনেক ক্ষেত্রে ব্র্যান্ড ইমেজের কারণেই কোনো পণ্য ভোক্তা গ্রহণ করে এবং অন্যকে প্ররোচিত করে ব্যবহার করার জন্য। ব্র্যান্ডের মাধ্যমেই একটি পণ্য বা সেবার সম্পর্কে পরিচিতি ভোক্তা বা ক্রেতার কাছে প্রকাশ করা হয়। অতএব, একটি ব্র্যান্ডের মাধ্যমেই একটি পণ্য বা সেবার সব কিছু ভোক্তা বা ক্রেতার কাছে প্রকাশ পায়।
আরও পড়ুন :- ভোক্তার আচরন কি?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.