ভোক্তা বাজার কাকে বলে :-
যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তা বাজার (Consumer Market) বলে।
অন্য ভাবে বলা যায়, ভোক্তা বাজার বলতে এমন একটি বাজারকে বুঝায় যেখান থেকে বিভিন্ন ব্যক্তিরা পরিবারের সদস্যগন নিজস্ব প্রয়োজনের তাগিদে দ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে।
অন্য ভাবে বলা যায়, ভোক্তা বাজার বলতে এমন একটি বাজারকে বুঝায় যেখান থেকে বিভিন্ন ব্যক্তিরা পরিবারের সদস্যগন নিজস্ব প্রয়োজনের তাগিদে দ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে।
Philip kotler & Gary Armatrong বলেন, Consumer market consists all the individuals and households who buy or acquire goods and series for personal consumption.
আরও পড়ুন :- সেবা কাকে বলে?
ভোক্তা বাজার ঐ সকল নেতা এবং ব্যক্তিসাধারন নিয়ে গঠিত যারা গৃহস্থালি পন্য ভোগ বা সুবিধা প্রাপ্তির আশায় পণ্য ক্রয় করে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না।
ভোক্তা বাজারের বৈশিষ্ট্য :-
ভোক্তা বাজার বিশ্লেষন করলে নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া যায়।i) চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারী নিয়ে ভোক্তা বাজার গঠিত। অর্থাৎ ক্রেতা নিজেই একজন ভোগকারী।
ii) ভোক্তা বাজারে মুনাফার উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয় না।
iii) এই বাজারে পণ্য ও সেবা ক্রয়ের পরিমাণ অল্প ও বারে বারে সংগঠিত হয়।
iv) ভোক্তারা বিস্তীর্ন এলাকায় ছড়িয়ে থাকে বলে বাজারজাত কার্যক্রমে খুচরা বিক্রয় কার্যক্রম জোরদার করতে হয়।
(v) ভোক্তা বাজারে বাজার বিভাষন করে বাজারজাতকরন প্রোগ্রাম প্রণয়ন করতে হয়।
অতএব, ব্যক্তি, পরিবার এবং গৃহস্থালি ক্রেতারা নিজেদের জন্য ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করলে তাদেরকে ভোক্তা বাজার বা consumer market বলে।
আরও পড়ুন :- পাইকারী ব্যবসায়ের বৈশিষ্ট্য?
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.