পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি :-
পশ্চিমবঙ্গের বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগণা। ১৯৮৬ সালের ১লা মার্চ চব্বিশ পরগনা জেলাকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগণা এই দুভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণা জেলাটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের দক্ষিণ দিকের একটি জেলা।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি :-
পশ্চিমবঙ্গের ছোট জেলা কলকাতা।
এই জেলার অতি মহানগরের আয়তন ২০৮.৬ বর্গকিমি এবং মহানগরের আয়তন ১,৮৮৬.৬৭ বর্গকিমি। ২০১১ সালের গননা অনুযায়ী কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও ছোট জেলা ছাড়াও এখানে আমারা ২৩টি জেলার নাম, মাননীয় সব মুখ্যমন্ত্রীদের নাম, রাজ্যপালের নাম ও বিচারপতিদের নাম নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।
পশ্চিমবঙ্গের ভূমিকা :-
পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে অবস্থিত অন্যতম একটি অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে প্রায় দক্ষিনে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ ২০ জুন ১৯৪৭ একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সীমানা:-
এই রাজ্যের উত্তরে - ভুটান, সিকিম উত্তর পশ্চিমে - নেপাল, উত্তর পূর্বে - অসম, দক্ষিনে ওড়িশা, পূর্বদিকে বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খন্ড, অবস্থান করছে।
আয়তন:-
পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গকিমি. যা ভারতের সমগ্র আয়তনের 2.67 শতাংশ অধিকার করে আছে। পশ্চিমবঙ্গে অবস্থিত নগরগুলির সমগ্র আয়তন 3,308 বর্গকিমি এবং পশ্চিমবঙ্গে অবস্থিত গ্রামগুলির সমগ্র আয়তম 85,888 বর্গকিলোমিটার।আরও পড়ুন :- অস্ট্রেলিয়া সম্পর্কে
ভূ-প্রাকৃতি :-
একমাত্র মরু অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গে সবরকমের ভূ-প্রাকৃতিক বৈচিত্রা লক্ষ্য করা যায়। ভূ-প্রাকৃতিক বৈচিত্র্যা ও ভূমির গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গকে তিনটি প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা-- উত্তরের পার্বত্য অঞ্চল,
- পশ্চিমবঙ্গের মালভূমি অস্থল এবং
- গঙ্গার বদ্বীপসমূহ সমভূমি অঞ্চল।
পশ্চিমবঙ্গের জলবায়ু :-
আবহাওয়াবিদগন পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করেছেন। যেমন -- গৃষ্মকাল
- বর্ষাকাল
- শরৎকাল এবং
- শীতকাল।
পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেনীবিভাগ :-
উষ্ণতা, বৃষ্টিপাত, ভূ-প্রকৃতির পার্থক্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে চারটি ভাগে ভাগ করা যায়।- পলিমাটি,
- ল্যাটারাইট মাটি,
- লবণাক্ত ও ক্ষারীয় মাটি এবং
- পার্বত্য অঞ্চলের অনুর্বর মাটি।
পশ্চিমবঙ্গের মানচিত্র :-
পশ্চিমবঙ্গের মানচিত্র বাংলায় রয়েছে এটি দেখে জেলা গুলোর নাম পড়লে অনেক সহজেই তা আমাদের মনে থাকবে। এটি সংগ্রহ করা হয়েছে https://bengali.mapsofindia.com/west-bengal/ এই ওয়েবসাইট থেকে।পশ্চিমবঙ্গেরজেলা,শহর ওপ্রতিষ্ঠিত :-
জেলা | শহর | প্রতিষ্ঠিত |
---|---|---|
আলিপুরদুয়ার | আলিপুরদুয়ার | ২০১৪ |
কলকাতা | কলকাতা | ১৯৪৭ |
কোচবিহার | কোচবিহার | ১৯৫০ |
কালিম্পং | কালিম্পং | ২০১৭ |
জলপাইগুড়ি | জলপাইগুড়ি | ১৯৪৭ |
দার্জিলিং | দার্জিলিং | ১৯৪৭ |
বাঁকুড়া | বাঁকুড়া | ১৯৪৭ |
বীরভূম | সিউড়ি | ১৯৪৭ |
ঝাড়গ্রাম | ঝাড়গ্রাম | ২০১৭ |
নদিয়া | কৃষ্ণনগর | ১৯৪৭ |
মালদহ | ইংলিশবাজার | ১৯৪৭ |
মুর্শিদাবাদ | বহরমপুর | ১৯৪৭ |
পুরুলিয়া | পুরুলিয়া | ১৯৫৬ |
হাওড়া | হাওড়া | ১৯৪৭ |
হুগলি | চুঁচুড়া | ১৯৪৭ |
উত্তর চব্বিশ পরগনা | বারাসত | ১৯৮৬ |
দক্ষিণ চব্বিশ পরগনা | আলিপুর | ১৯৮৬ |
উত্তর দিনাজপুর | রায়গঞ্জ | ১৯৯২ |
দক্ষিণ দিনাজপুর | বালুরঘাট | ১৯৯২ |
পূর্ব বর্ধমান | বর্ধমান | ১৯৪৭ |
পশ্চিম বর্ধমান | আসানসোল | ২০১৭ |
পূর্ব মেদিনীপুর | তমলুক | ২০০২ |
পশ্চিম মেদিনীপুর | মেদিনীপুর | ২০০২ |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নাম, কার্যালয় শুরু ও কার্যালয় শেষ ঃ-
মুখ্যমন্ত্রী | কার্যালয় শুরু | কার্যালয় শেষ |
---|---|---|
প্রফুল্লচন্দ্র ঘোষ | ১৫ আগস্ট, ১৯৪৭ | ২২ জানুয়ারি, ১৯৪৮ |
বিধানচন্দ্র রায় | ২৩ জানুয়ারি, ১৯৪৮ | ১ জুলাই, ১৯৬২ |
প্রফুল্লচন্দ্র সেন | ৯ জুলাই, ১৯৬২ | ২৮ ফেব্রুয়ারি, ১৯৬৭ |
অজয়কুমার মুখোপাধ্যায় | ১ মার্চ, ১৯৬৭ | ২১ নভেম্বর, ১৯৬৭ |
প্রফুল্লচন্দ্র ঘোষ | ২১ নভেম্বর, ১৯৬৭ | ১৯ ফেব্রুয়ারি, ১৯৬৮ |
রাষ্ট্রপতি শাসন | ২০ ফেব্রুয়ারি, ১৯৬৮ | ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ |
অজয়কুমার মুখোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ | ১৬ মার্চ, ১৯৭০ |
রাষ্ট্রপতি শাসন | ১৯ মার্চ, ১৯৭০ | ২ এপ্রিল, ১৯৭১ |
অজয়কুমার মুখোপাধ্যায় | ২ এপ্রিল, ১৯৭১ | ২৮ জুন, ১৯৭১ |
রাষ্ট্রপতি শাসন | ২৯ জুন, ১৯৭১ | ২০ মার্চ, ১৯৭২ |
সিদ্ধার্থ শঙ্কর রায় | ২০ মার্চ, ১৯৭২ | ৩০ এপ্রিল, ১৯৭৭ |
রাষ্ট্রপতি শাসন | ৩০ এপ্রিল, ১৯৭৭ | ২০ জুন, ১৯৭৭ |
জ্যোতি বসু | ২১ জুন, ১৯৭৭ | ৫ নভেম্বর, ২০০০ |
বুদ্ধদেব ভট্টাচার্য | ৬ নভেম্বর, ২০০০ | ১৩ মে, ২০১১ |
মমতা বন্দ্যোপাধ্যায় | ২০ মে, ২০১১ | বর্তমান |
পশ্চিমবঙ্গের রাজ্যপালদের নাম, কার্যালয় শুরু ও কার্যালয় শেষ :-
রাজ্যপাল | কার্যালয় শুরু | কার্যালয় শেষ |
---|---|---|
চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৯৪৬ | ১৯৪৮ |
কৈলাশনাথ কাটজু | ১৯৪৮ | ১৯৫১ |
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় | ১৯৫২ | ১৯৫৬ |
ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী) | ১৯৫৬ | ১৯৫৬ |
পদ্মজা নাইডু | ১৯৫৬ | ১৯৬৭ |
ধর্মবীর | ১৯৬৭ | ১৯৬৯ |
দীপনারায়ণ সিনহা | ১৯৬৯ | ১৯৬৯ |
শান্তিস্বরূপ ধাওয়ান | ১৯৬৯ | ১৯৭১ |
অ্যান্টনি ল্যান্সলট ডায়াস | ১৯৭১ | ১৯৭৯ |
ত্রিভুবন নারায়ণ সিং | ১৯৭৯ | ১৯৮১ |
ভৈরব দত্ত পান্ডে | ১৯৮১ | ১৯৮৩ |
অনন্ত প্রসাদ শর্মা | ১৯৮৩ | ১৯৮৪ |
সতীশ চন্দ্র | ১৯৮৪ | ১৯৮৪ |
উমাশংকর দীক্ষিত | ১৯৮৪ | ১৯৮৬ |
নুরুল হাসান | ১৯৮৬ | ১৯৮৯ |
টি ভি রাজেশ্বর | ১৯৮৯ | ১৯৯০ |
নুরুল হাসান | ১৯৯০ | ১৯৯৩ |
বি সত্যনারায়ণ রেডিড | ১৯৯৩ | ১৯৯৩ |
কে ভি রঘুনাথ রেড্ডি | ১৯৯৩ | ১৯৯৮ |
এ আর কিদোয়াই | ১৯৯৮ | ১৯৯৯ |
শ্যামলকুমার সেন | ১৯৯৯ | ১৯৯৯ |
বীরেন জে শাহ | ১৯৯৯ | ২০০৪ |
গোপালকৃষ্ণ গান্ধী | ২০০৪ | ২০০৯ |
দেবানন্দ কুঁয়ার (অস্থায়ী) | ২০০৯ | ২০১০ |
মায়ানকোটে কেলাথ নারায়ণন | ২০১০ | ২০১৪ |
ডি ওয়াই পাতিল (ভারপ্রাপ্ত) | ২০১৪ | ২০১৪ |
কেশরীনাথ ত্রিপাঠী | ২০১৪ | ২০১৯ |
জগদীপ ধনকর | ২০১৯ | বতর্মান |
কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিগণ :-
নং | বিচারপতিগণ |
---|---|
১ | শ্রী ফনিভূষণ চক্রবর্তী |
২ | শ্রী কুলদাচরণ দাশগুপ্ত |
৩ | শ্রী সুরজিৎ চন্দ্র লাহিড়ী |
৪ | শ্রী হিমাংশু কুমার বসু |
৫ | শ্রী দীপেন্দ্রা নারায়ন সিংহ |
৬ | শ্রী শঙ্কর প্রসাদ মিত্র |
৭ | শ্রী অমরেন্দ্র নাথ সেন |
৮ | শ্রী শম্ভূচরণ ঘো ষ |
৯ | শ্রী সমন্দ্রে দেব |
১০ | শ্রী সতীশ চন্দ্র |
১১ | শ্রী অনিলকুমার সেন |
১২ | শ্রী চিত্ততোষ মুখার্জী |
১৩ | শ্রী পি. দি. দেশাই |
১৪ | শ্রী পি. এন. সিং |
১৫ | শ্রী কে.সে. আগরওয়াল |
১৬ | শ্রী বিশ্বেশ্বর নাথ খারে |
১৭ | শ্রী সমীরকুমার মুখার্জী |
১৮ | শ্রী আনন্দ কুমার ভট্টাচার্য্য |
১৯ | শ্রী অশোক মাথুর |
২০ | শ্রী ভি এস শিরপুরকর |
২১ | শ্রী এস এস নিজ্জর |
২২ | শ্রী জে এন প্যাটেল |
২৩ | শ্রী অরুন মিশ্র |
২৪ | শ্রীমতি মঞ্জুলা চেল্লুর |
পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান :-
জাতীয় উদ্যান | প্রতিষ্ঠিত | জেলা / শহর |
---|---|---|
সুন্দরবন জাতীয় উদ্যান | ১৯৮৪ | দক্ষিণ ২৪ পরগনা |
বক্সা জাতীয় উদ্যান | ১৯৯২ | আলিপুরদুয়ার |
সিঙ্গালীলা জাতীয় উদ্যান | ১৯৯২ | দার্জিলিং |
গোরুমারা জাতীয় উদ্যান | ১৯৯৪ | জলপাইগুড়ি |
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান | ১৯৮৬ | কালিংপ |
জলদাপাড়া জাতীয় উদ্যান | ২০১৪ | আলিপুরদুয়ার |
পশ্চিমবঙ্গেরপ্রধান প্রধান পর্বতশৃঙ্গ :-
পর্বত শৃঙ্গ | উচ্চতা |
---|---|
সান্দাকুফ | ৩৬৩৬ |
ফালুট | ৩৬০০ |
সাবারগ্রাম | ৩৫৪৩ |
রাচেলা ডান্ডা | ৩১৭০ |
টংলু | ৩০৩৬ |
টাইগার হিল | ২৬০০ |
ঘুম হিল | ২৪০০ |
ডেলো হিল | ১৭০৪ |
বাক্সা হিল | ১৪০০ |
দুরপিন হিল | ১৩৭২ |
পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর :-
১ - পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা।
২ - পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম বাংলা।
৩ - পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে সৃষ্টি হয় ?
উঃ- পশ্চিমবঙ্গ রাজ্য ১৯৪৭ সালে সৃষ্টি হয়
৪ - পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উঃ- পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।
৫ - ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত?
২ - পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম বাংলা।
৩ - পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে সৃষ্টি হয় ?
উঃ- পশ্চিমবঙ্গ রাজ্য ১৯৪৭ সালে সৃষ্টি হয়
৪ - পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উঃ- পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।
৫ - ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত?
উঃ- পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে অবস্থিত।
৬ - পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত কোন উপসাগর ?
উঃ- পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগর।
৭ - পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা ?
উঃ- পশ্চিমবঙ্গের বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগণা।
৮ - জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম ?
উঃ- জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার
নাম উত্তর চব্বিশ পরগণা।
৯ - পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উঃ- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কলকাতা
১০ - পশ্চিমবঙ্গের তিনদিক বেষ্টি ----- দ্বারা?
উঃ- পশ্চিমবঙ্গের তিনদিক বেষ্টি স্থলভাগ দ্বারা।
১১ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশুর নাম?
উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশুর নাম মেছো বিড়াল।
১২ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম?
উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম শ্বেত কণ্ঠ মাছরাঙা।
১৩ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের নাম - শিউলি।
১৪ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছের নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছের নাম ছাতিম।
১৫ - পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্যের নাম ?
উঃ- পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্যের নাম গৌড়ীয় নৃত্য।
১৬ - পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ?
উঃ- ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৭ - পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম?
উঃ- চক্রবর্তী রাজাগোপালাচারী।
পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা - ২৩টি।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা - ৫টি।
পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা - ১৬টি।
পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা - ৪২টি।
পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা - ১৯৪টি।
পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম - বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.