ভারত :-
এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অংশে ভারতের অবস্থান। ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এর উত্তরে হিমালয় পর্বত, চীন, নেপাল ও ভুটান, দক্ষিণে ভারত মহাসাগর ও শ্রীলংকা, পূর্বে মায়ানমার, বঙ্গোপসাগর ও পূর্বাংশের অভ্যন্তরে বাংলাদেশ, এবং পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর অবস্থিত।আরও পড়ুন :- অস্ট্রেলিয়া সম্পর্কে
ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভারতের রাজধানী নয়াদিল্লী। ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে ভারত গঠিত।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। ভারতের নদীগুলোর মধ্যে অন্যতম সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ইত্যাদি। ভারতের সংবিধানে ২২টি ভাষা স্বীকৃত রয়েছে।
ভারতের ভূ-প্রকৃতিকে ভাগ করা যায় সাধারণত চারটি অঞ্চলে। যথা-
- বৃহত্তর পার্বত্য অঞ্চল,
- ইন্দো-গঙ্গা সমভূমি অঞ্চল,
- মরু অঞ্চল এবং
- দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ অঞ্চল।
ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমীর অন্তর্ভুক্ত। এদেশের জলবায়ুকে প্রধানত চারটি ঋতুতে ভাগ করা যায়। যথা-
- শীতকাল (ডিসেম্বর-ফেব্রুয়ারি),
- গ্রীষ্মকাল (মার্চ-জুন),
- দক্ষিণ-পশ্চিম মৌসুমী ঋতু (জুন-সেপ্টেম্বর) এবং
- মৌসুমী পরবর্তী ঋতু (অক্টোবর-নভেম্বর)।
আরও পড়ুন :- পশ্চিমবঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে
শিল্প, কৃষি, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে প্রভূত অগ্রগতি সাধিত করেছে ভারত।
এবার আমরা ভারতের ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে আলোচনা করব।
ভারতের অঙ্গরাজ্য সমূহ :-
রাজ্য | প্রতিষ্ঠাতা | রাজধানী |
---|---|---|
অন্ধ্র প্রদেশ | ১ নভেম্বর, ১৯৫৬ | অমরাবতী |
অরুনাচল প্রদেশ | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | ইটানগর |
অসাম | ১৫ আগস্ট, ১৯৪৭ | দিসপুর |
বিহার | ২২ মার্চ ১৯১২ | পাটনা |
ছত্রিশগড় | ১ নভেম্বর ২০০০ | রায়পুর |
গোয়া | ৩০ মে ১৯৮৭ | পানাজি |
গুজরাট | ১ মে ১৯৬০ | গান্ধীনগর |
হরিয়ানা | ১ নভেম্বর ১৯৬৬ | চন্ডীগড় |
হিমাচল প্রদেশ | ২৫ জানুয়ারী, ১৯৭১ | সিমলা |
ঝাড়খণ্ড | ১৫ নভেম্বর ২০০০ | রাঁচি |
কর্ণাটক | ১ নভেম্বর ১৯৫৬ | বেঙ্গালুরু |
কেরল | ১ নভেম্বর ১৯৫৬ | ঠিরুভানান্থাপুরাম |
মধ্য প্রদেশ | ১ নভেম্বর ১৯৫৬ | ভোপাল |
মহারাষ্ট্র | ১ মে ১৯৬০ | মুম্বাই |
মনিপুর | ২১ জানুয়ারি ১৯৭২ | ইম্ফল |
মেঘালয় | ২১ জানুয়ারি ১৯৭২ | শিলং |
মিজোরাম | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | আইজাব্ল |
নাগাল্যান্ড | ১ ডিসেম্বর ১৯৬৩ | কোহিমা |
ওড়িশা | ১ এপ্রিল ১৯৩৬ | ভুবনেশ্বর |
পাঞ্জাব | ১ নভেম্বর ১৯৬৬ | চন্ডীগড় |
রাজস্থান | ৩০ মার্চ ১৯৪৯ | জয়পুর |
সিকিম | ১৬ মে ১৯৭৫ | গ্যাংটক |
তামিলনাড়ু | ১ নভেম্বর ১৯৫৬ | চেন্নাই |
তেলেঙ্গানা | ২ জুন ২০১৪ | হায়দরাবাদ |
ত্রিপুরা | ২১ জানুয়ারি ১৯৭২ | আগরতলা |
উত্তর প্রদেশে | ২৪ জানুয়ারি ১৯৫০ | লখনউ |
উত্তরাখণ্ড | ৯ নভেম্বর ২০০০ | দেরাদুন |
পশ্চিমবঙ্গ | ২০ জুন ১৯৪৭ | কলকাতা |
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল :-
কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী |
---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্ট ব্লেয়ার |
চণ্ডীগড় | চণ্ডীগড় |
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ | দমন |
দিল্লি | দিল্লি |
জম্মু ও কাশ্মীর | শ্রীনগর |
লাদাখ | লেহ |
লাক্ষাদ্বীপ | কাভারতী |
পুদুচেরি | পুদুচেরি |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.