এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি :-
এশিয়া মহাদেশের আয়তন কত?
এশিয়া (Asia) মহাদেশ আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার। পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত।
এ মহাদেশ ১০° দক্ষিণ অক্ষরেখা থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১৭০° পশ্চিম দ্রাঘিমারেখা (১৮০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করে আরো ১০° দ্রাঘিমারেখা) পর্যন্ত বিস্তৃত। এশিয়া মহাদেশ এর প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
এশিয়ার মহাদেশের 48টি দেশ এবং তিনটি অঞ্চল রয়েছে , যার মোট জনসংখ্যা প্রায় 4.4 বিলিয়ন লোক। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া ছিল বিশ্বের প্রথম দিকের এবং সবচেয়ে প্রভাবশালী প্রাচীন সভ্যতার আবাসস্থল—ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে।
এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)। মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
আরও পড়ুন :- ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম?
এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত। দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত। এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়। এই মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের 48 টি দেশ রয়েছে। এশিয়া মহাদেশের 48 টি দেশগুলোর নাম নিয়ে আমারা নীচে আলোচনা করব।
এই ৫০টি দেশের মধ্যে বৃহত্তম দেশ চীন (৯৫,৬১,০০০ বর্গকিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম দেশ (২৯৮ বর্গকিলোমিটার)। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।
এশিয়া মহাদেশের জনসংখ্যা কত?
এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪,৪৩৭ মিলিয়ন (পপুলেশন রেফারেন্স ব্যুরো-পিআরবি, ২০১৬)।
এশিয়া মহাদেশের 48 টি দেশের নাম :-
এশিয়ার মহাদেশের 48টি দেশ এবং তিনটি অঞ্চল রয়েছে , যার মোট জনসংখ্যা প্রায় 4.4 বিলিয়ন লোক। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া ছিল বিশ্বের প্রথম দিকের এবং সবচেয়ে প্রভাবশালী প্রাচীন সভ্যতার আবাসস্থল—ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে।
নং | রাজ্য | নং | রাজ্য |
---|---|---|---|
১ | আফগানিস্তান | ২৬ | মঙ্গলীয়া |
২ | আর্মেনিয়া | ২৭ | মায়ানমার |
৩ | আজেরবাইজান | ২৮ | নেপাল |
৪ | বাহরাইন | ২৯ | উত্তর কোরিয়া |
৫ | বাংলাদেশ | ৩০ | ওমান |
৬ | ভুটান | ৩১ | পাকিস্তান |
৭ | ব্রুনেই | ৩২ | পেলেস্থান |
৮ | কম্বোডিয়া | ৩৩ | ফিলিপাইন |
৯ | চায়না | ৩৪ | কাতার |
১০ | সাইপ্রাস | ৩৫ | রুশ/ রাশিয়া |
১১ | জর্জিয়া | ৩৬ | সৌদি আরব |
১২ | ভারত | ৩৭ | সিঙ্গাপুর |
১৩ | ইন্দোনেশিয়া | ৩৮ | দক্ষিণ কোরিয়া |
১৪ | ইরান | ৩৯ | শ্রীলঙ্কা |
১৫ | ইরাক | ৪০ | সিরিয়া |
১৬ | ইজরায়েল | ৪১ | তাইওয়ান |
১৭ | জাপান | ৪২ | তাজিকিস্তান |
১৮ | জোর্ডান | ৪৩ | থাইল্যান্ড |
১৯ | কাজাকিস্তান | ৪৪ | পূর্ব তিমুর |
২০ | কূয়েত | ৪৫ | তুর্কি |
২১ | কিরগিজস্তান | ৪৬ | তুর্কমেনিস্তান |
২২ | লাত্তস | ৪৭ | সংযুক্ত আরব আমিরাত |
২৩ | লেবানন | ৪৮ | উজবেকিস্তান |
২৪ | মালয়েশিয়া | ৪৯ | ভিয়েতনাম |
২৫ | মালদ্বীপ | ৫০ | ইয়েমেন |
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল :-
যেহেতু এশিয়া মহাদেশের অনেক গুলো দেশ তাই মনে রাখতে আমাদের অনেক অসুবিধে হয়। কিন্তু আমরা যদি এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল স্বরূপ কিছু ছোট ছোট ভাগ করে দেশ গুলোর নাম পড়ি তাহলে খুব সহজেই আমাদের তা স্মরণে থাকবে। অথবা আমার যদি english alphabet অনুযায়ী এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজেই তা আমাদের মনে থাকবে।আরও পড়ুন :- মহাদেশ ও মহাসাগর কয়টি ও কি কি?
East Asia / পূর্ব এশিয়া দেশগুলোর নাম :-
- Taiwan / তাইওয়ান
- China / চীন
- South Korea / উত্তর কোরিয়া
- North Korea / দক্ষিণ কোরিয়া
- Mongolia / মঙ্গোলিয়া
- Japan / জাপান
West Asia / পশ্চিম এশিয়া দেশগুলোর নাম :-
- Armenia / আর্মেনিয়া
- Azerbaijan / আজারবাইজান
- Bahrain / বাহারিন
- Iran / ইরান
- Iraq / ইরাক
- Israel / ইজরায়েল
- Jordan / জর্ডন
- Kuwait / কুয়েত
- Lebanon / লেবানন
- Oman / ওমান
- Palestine / ফিলিস্তিন
- Qatar / কাতার
- Saudi Arabia / সৌদি আরব
- Syria / সিরিয়া
- Turkey / তুরস্ক
- United Arab Emirates / সংযুক্ত আরব
- Yemen / ইয়েমেন
4 unrecognized countries :-
- Abkhazia
- Artsakh
- Northern Cyprus
- South Ossetia
North Asia / উত্তর এশিয়া দেশগুলোর নাম :-
- Russia / রাশিয়া
South Asia / দক্ষিণ এশিয়া দেশগুলোর নাম :-
- Maldives / মালদ্বীপ
- Bhutan / ভূটান
- Afghanistan / আফগানিস্তান
- India / ভারত
- Sri Lanka / শ্রীলঙ্কা
- Bangladesh / বাংলাদেশ
- Nepal / নেপাল
- Pakistan / পাকিস্তান
MBA IS BPN ডাক্তার
MBA শব্দের দ্বারা আমরা এই তিনটি দেশের নাম মনে রাখবো :
- Maldives / মালদ্বীপ
- Bhutan / ভূটান
- Afghanistan / আফগানিস্তান
এবং IS দ্বারা
- India / ভারত
- Sri Lanka / শ্রীলঙ্কা
এবং BPN শব্দের মাধ্যমে আমরা এই তিনটি দেশের নাম মনে রাখবো :
- Bangladesh / বাংলাদেশ
- Nepal / নেপাল
- Pakistan / পাকিস্তান
South East Asia / দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর নাম :-
- Malaysia / মালেশিয়া
- Thailand / থাইল্যান্ড
- Vietnam / ভিয়েতনাম
- Philippines / ফিলিপাইন
- Indonesia / ইন্দোনেশিয়া
- Laos / লাওস
- Myanmar / মায়ানমার
- Brunei / ব্রুনেই
- Cambodia / কম্বোডিয়া
- Singapore / সিঙ্গাপুর
- Timor Leste / পূর্ব তিমুর
অ্যাসিয়ান (ASEAN) বা Association of South East Asian Nations এর ভূক্ত ১০ টি দেশ মনে রাখার উপায়:-
MTV এর FILM দেখলে BSC পাস করা যায় :-
MTV শব্দের দ্বারা আমরা এই তিনটি দেশের নাম মনে রাখবো :
- M - Malaysia / মালেশিয়া
- T- Thailand / থাইল্যান্ড
- V - Vietnam / ভিয়েতনাম
তেমনি আবার FILM শব্দের দ্বারা আমরা এই চারটি দেশের নাম মনে রাখবো :
- P - Philippines / ফিলিপাইন
- I - Indonesia / ইন্দোনেশিয়া
- L - Laos / লাওস
- M- Myanmar / মায়ানমার
শেষ তিনটি দেশের নাম মনে রাখবো BSC শব্দের দ্বারা :
- B - Brunei / ব্রুনেই
- C - Cambodia / কম্বোডিয়া
- S - Singapore / সিঙ্গাপুর
Central Asia / মধ্য এশিয়া দেশগুলোর নাম :-
- Kazakhstan / কাজাকিস্তান
- Kyrgyzstan / কিরগিজস্তান
- Tajikistan / তাজাকিস্তান
- Turkmenistan / তুর্কমেনিস্তান
- Uzbekistan / উজবেকিস্তান
Alphabet অনুযায়ী এশিয়া মহাদেশের দেশগুলোর নাম :-
নং | দেশ | নং | দেশ |
---|---|---|---|
১ | Afghanistan | ২৬ | Mongolia |
২ | Armenia | ২৭ | Myanmar |
৩ | Azerbaijan | ২৮ | Nepal |
৪ | Bahrain | ২৯ | North Korea |
৫ | Bangladesh | ৩০ | Oman |
৬ | Bhutan | ৩১ | Pakistan |
৭ | Brunei | ৩২ | Palestine |
৮ | Cambodia | ৩৩ | Philippines |
৯ | China | ৩৪ | Qatar |
১০ | Cyprus | ৩৫ | Russia |
১১ | Georgia | ৩৬ | Saudi Arabia |
১২ | India | ৩৭ | Singapore |
১৩ | Indonesia | ৩৮ | South Korea |
১৪ | Iran | ৩৯ | Sri Lanka |
১৫ | Iraq | ৪০ | Syria |
১৬ | Israel | ৪১ | Taiwan |
১৭ | Japan | ৪২ | Tajikistan |
১৮ | Jordan | ৪৩ | Thailand |
১৯ | Kazakhstan | ৪৪ | Timor-Leste |
২০ | Kuwait | ৪৫ | Turkey |
২১ | Kyrgyzstan | ৪৬ | Turkmenistan |
২২ | Laos | ৪৭ | United Arab Emirates |
২৩ | Lebanon | ৪৮ | Uzbekistan |
২৪ | Malaysia | ৪৯ | Vietnam |
২৫ | Maldives | ৫০ | Yemen |
এশিয়া মহাদেশের মানচিত্র :-
এশিয়া মহাদেশের মানচিত্র বা এশিয়া মহাদেশ ম্যাপ দেখে দেশগুলোর নাম পড়লে অনেক সময় তারাতারি তা আমাদের মনে থাকে এবং এশিয়ার মানচিত্র যদি তুমি একবার তোমার মনের মধ্যে ছাপিয়ে নিতে পারো তো অনেক সহজ হয়ে যাবে নিজেকে ও অন্যকে বুঝাতে। এর জন্য গুগল ম্যাপ অনেক সাহায্য করতে পারে।এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
1 - এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী ?
অথবা
এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে ?
উঃ- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে বাব এল মান্দেব প্রনালী।
2 - এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর ?
উঃ- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর।
3 - এশিয়া মহাদেশে কয়টি দেশ ?
উঃ- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে বাব এল মান্দেব প্রনালী।
2 - এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর ?
উঃ- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর।
3 - এশিয়া মহাদেশে কয়টি দেশ ?
অথবা
এশিয়া মহাদেশের দেশ কয়টি ?
উঃ- ৫০ টি।
4 - এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ?
উঃ- ৫০ টি।
4 - এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ?
অথবা
এশিয়া মহাদেশের দেশসমূহ ?
উঃ- এশিয়া মহাদেশের দেশসমূহ আমরা উপরে আলোচনা করেছি।
আরও পড়ুন :- বিভিন্ন দেশের মুদ্রার ও রাজধানীর নাম?
উঃ- এশিয়া মহাদেশের দেশসমূহ আমরা উপরে আলোচনা করেছি।
আরও পড়ুন :- বিভিন্ন দেশের মুদ্রার ও রাজধানীর নাম?
4 - এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
অথবা
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি ?
উঃ- এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন।
5 - এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উঃ- এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন।
5 - এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
অথবা
এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উঃ- এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ।
6 - দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম ?
উঃ- মালদ্বীপ, ভূটান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান।
7 - ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত ?
উঃ- ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।
8 - এশিয়া মহাদেশের আয়তন কত ?
উঃ- এশিয়া মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
9 - এশিয়া মহাদেশের জনসংখ্যা কত ?
উঃ- এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪,৪৩৭ মিলিয়ন (পপুলেশন রেফারেন্স ব্যুরো-পিআরবি, ২০১৬)।
10 - এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি ?
উঃ- এশিয়া মহাদেশে স্বাধীন দেশ ৪৪টি।
11 - এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উঃ- এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ।
6 - দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম ?
উঃ- মালদ্বীপ, ভূটান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান।
7 - ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত ?
উঃ- ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।
8 - এশিয়া মহাদেশের আয়তন কত ?
উঃ- এশিয়া মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
9 - এশিয়া মহাদেশের জনসংখ্যা কত ?
উঃ- এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪,৪৩৭ মিলিয়ন (পপুলেশন রেফারেন্স ব্যুরো-পিআরবি, ২০১৬)।
10 - এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি ?
উঃ- এশিয়া মহাদেশে স্বাধীন দেশ ৪৪টি।
11 - এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
অথবা
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
উঃ- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)
উঃ- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)
12 - এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী ?
উঃ- এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী লেনা নদী। আরও একটি নদী কোলিমা নদী।
13 - এশিয়া মহাদেশের একটি দক্ষিণ বাহিনী নদী ?
উঃ- এশিয়া মহাদেশের একটি দক্ষিণ বাহিনী নদী গঙ্গা। এছাড়াও ব্রহ্মপুত্র, সিন্ধু, ইরাবতী, প্রভৃতি।
14 - এশিয়া ও আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উঃ- বেরিং প্রণালী।
15 - পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উঃ- এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ।
16-
5 মন্তব্যসমূহ
সুন্দর কৌশল
উত্তরমুছুনধন্যবাদ
আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম! ধন্যবাদ আপনাদের! তবে একটা প্রশ্ন মনের ভিতর ঘুরছে? রাশিয়া & তুরুস্ক কি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত? আমিতো অন্য জায়গায় দেখলাম এরা ইউরোপের অন্তর্ভুক্ত! আশা করি উত্তর দিয়ে যাবেন😊
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর করে বুঝানোর জন্য।
উত্তরমুছুনগুড মর্নিং
উত্তরমুছুনচমৎকার তথ্য
উত্তরমুছুনPlease do not enter any spam link in the comment box.