আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম? আফ্রিকা মহাদেশের দেশ কয়টি? দেশগুলোর নাম মনে রাখার কৌশল?

এই পোস্টে আমরা আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম, ভূপ্রকৃতি, মানচিত্র ও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক -

আফ্রিকা মহাদেশ পরিচিতি :-


আফ্রিকা মহাদেশ আয়তনে দ্বিতীয় বৃহত্তম, এশিয়ার পর। এ মহাদেশের আয়তন ৩ কোটি ৩ লক্ষ ৪৩ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার। 

আফ্রিকা মহাদেশের জলবায়ু সবজায়গায় সমান নয়। সমুদ্রের ধারের জলবায়ু একরকম তো, সমুদ্র থেকে দূরে আরেকরকম। সমভূমিতে একরকম তো পাহাড়ের ওপরে আরেকরকম। এই মহাদেশ ৩৭° উত্তর অক্ষরেখা থেকে প্রায় ৩৫° দক্ষিণ অক্ষরেখা এবং ১৭° পশ্চিম দ্রাঘিমারেখা থেকে ৫১° পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত। 

এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা (Equator) অতিক্রম করেছে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও উচ্চতার জন্য এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। 

এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।

পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। 

মহাদেশটির সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো (৫,৯৬৩ মিটার)। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় দেশ আলজেরিয়া (প্রায় ২৩ লক্ষ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার) এবং সবচেয়ে ছোট দেশ সেশেলিস (৩০৮ বর্গকিলোমিটার)। এ মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ (৬.৬৬৯ কিলোমিটার)। আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে ভূ-মধ্যসাগর। এ মহাদেশে বসবাসকারী মোট জনসংখ্যা ১,২০৩ মিলিয়ন (২০১৬)।
আফ্রিকা মহাদেশ
প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি, এইজন্য আফ্রিকা মহাদেশ কে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো।

পৃথিবীর কৃষি উৎপাদনের 3 শতাংশ, খনিজ পদার্থের 5 শতাংশ, বাণিজ্যের 5 শতাংশ এই মহাদেশ থেকে আসে। পৃথিবীর রেলপথের 5 শতাংশ এদেশে বিস্তৃত। আবার এই মহাদেশ গোটা পৃথিবীর 22 শতাংশ স্থান জুড়ে থাকলেও এখানে বিশ্বের মাত্র 13 শতাংশ লোক বাস করেন।


আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম :-


নংদেশনংদেশ
নাইজেরিয়া২৬ইথিওপিয়া
মিশর২৭ ডিআর কঙ্গো
তানজানিয়া২৮দক্ষিন আফ্রিকা
কেনিয়া ২৯উগান্ডা
আলজেরিয়া ৩০ সুদান
মরক্কো৩১ অ্যাঙ্গোলা
মোজাম্বিক৩২ঘানা
মাদাগাস্কার ৩৩ ক্যামেরুন
আইভরি কোট ৩৪ নাইজার
১০ বুর্কিনা ফাসো ৩৫মালি
১১ মালাউই ৩৬ জাম্বিয়া
১২ সেনেগাল ৩৭ চাদ
১৩ সোমালিয়া ৩৮ জিম্বাবুয়ে
১৪ গিনি ৩৯ রুয়ান্ডা
১৫বেনিন৪০বুরুন্ডি
১৬তিউনিসিয়া৪১দক্ষিণ সুদান
১৭ যাও ৪২ সিয়েরা লিওন
১৮ লিবিয়া ৪৩ কঙ্গো
১৯ লাইবেরিয়া ৪৪ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
২০ মৌরিতানিয়া ৪৫ ইরিত্রিয়া
২১ নামিবিয়া ৪৬ গাম্বিয়া
২২ বতসোয়ানা ৪৭ গ্যাবন
২৩ লেসোথো৪৮ গিনি-বিসাউ
২৪ নিরক্ষীয় গিনি ৪৯ মরিশাস
২৫ এস্বাতিনী ৫০ জিবুতি
৫১ কমোরোস ৫২ কাবো ভার্দে
৫৩ সাও টোমে এবং প্রিন্সিপে ৫৪ সেশেলস

আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি :-

আফ্রিকা মহাদেশের ভূ-প্রাকৃতিক মানচিত্রটার দিকে তাকালে একেবারে উত্তর-পশ্চিম দিকে আটলাস পর্বতমালা দেখা যাবে। আটলাস হিমালয় পর্বতমালার মতো উঁচু বা বিশাল নয়। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল (৪,১৬৫মি.)।

মহাদেশটি কৃষিপ্রধান। নীল উপত্যকা ছাড়া এখানে তেমন কোন লোভনীয় চাষের জমি খুব একটা নেই। বহুদিন ধরেই নীলনদ মিশরবাসীদের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে। এইসব কারণেই এখানে জনঘনত্ব বেশি। যুক্তরাষ্ট্রের মত আয়তন বিশিষ্ট সাহারা মরুভূমি বলতে গেলে জনহীন মরুদ্যানগুলোকে আশ্রয় করে কিছু কিছু ছোট গ্রাম গড়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার কালাহারিতে নিকৃষ্ট লতাগুল্ম মহাদেশের এক-তৃতীয়াংশ জায়গা জুড়ে আছে।

প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই হয়তো এখানকার বড় নদী উপত্যকাগুলোতে ঘনবসতি গড়ে ওঠেনি। আবার একটানা লম্বা খরার কারণে নদী থেকে সময়মত সেচের জল পাওয়া যায় না। আবার নদীতে নৌকা চলাচলও সম্ভব হয় না। এ কারণে ওরেঞ্জ (Orange) ও উচ্চ (Upper) জাম্বিয়া অববাহিকায় বসতি ঘন নয়। দক্ষিণ ও দক্ষিণ-মধ্য আফ্রিকায় খনিজ সম্পদ ও বসতির মধ্যে একটা সম্পর্ক আছে। ঐ সব অঞ্চলে (নীলনদ উপত্যকা বাদ দিয়ে) জনঘনত্ব ও গড় বাৎসরিক বৃষ্টিপাতের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায়।


‌আফ্রিকা মহাদেশের ইতিহাস জানা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনেক ঐতিহাসিকদের মতে মানব সভ্যতার সূচনা হয় এই ‌আফ্রিকা মহাদেশ থেকেই।

আফ্রিকা মহাদেশের মানচিত্র :-

আফ্রিকা মহাদেশের মানচিত্র বাংলায় দেখে পড়লে তা আমাদের মনে রাখতে সুবিধা হবে এবং একবার যদি আফ্রিকা মহাদেশের মানচিত্র মনে মধ্যে গেঁথে নিতে পারো তবে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম খুব সহজেই মনে থাকবে। এর জন্য তোমরা গুগল ম্যাপ এর সাহায্য নিতে পারো।



আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম :-

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় স্বরূপ তোমরা এই মহাদেশের কিছু ছোট ছোট খন্ড করে মনে রাখতে পার অথবা English alphabet অনুযায়ী আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় বের করা যায়। নীচে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম English alphabet অনুযায়ী প্রত্যেকটি দেশের নাম, রাজধানী, প্রধান ভাষা, মুদ্রা, যে দেশের অধীনে ছিল এবং কবে স্বাধীন হয়েছে তা দেওয়া হল আশা করি তোমাদের ভালো লাগবে।

1 - Algeria / আলজেরিয়া
  • রাজধানী :- আলজিয়ার্স
  • প্রধান ভাষা :- আরবি
  • মুদ্রা :- দিনার
  • অধীনে ছিল :- ফ্রান্স
  • স্বাধীনতা দিবস :- ৫ জুলাই, ১৯৬২

2 - Angola / অ্যাঙ্গোলা
  • রাজধানী :- লুয়ান্ডা
  • প্রধান ভাষা :- পর্তুগিজ
  • মুদ্রা :- কোয়ানজা
  • অধীনে ছিল :- পর্তুগাল
  • স্বাধীনতা দিবস :- ১১ নভেম্বর, ১৯৭৫

3 - Benin / বেনিন
  • রাজধানী :- পোর্টো-নোভো
  • প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
  • মুদ্রা :- ফ্রাংক
  • অধীনে ছিল :- ফ্রান্স
  • স্বাধীনতা দিবস :- ১ আগস্ট, ১৯৬০

4 - Botswana / বতসোয়ানা
  • রাজধানী :- গ্যাবরোন
  • প্রধান ভাষা :- ইংরেজি
  • মুদ্রা :- পুলা
  • অধীনে ছিল :- ইংল্যান্ড
  • স্বাধীনতা দিবস :- ৩০ সেপ্টেম্বর, ১৯৬৬

5 - Burkina Faso / বারকিনা বাসো
  • রাজধানী :- উয়াগাদুগু
  • প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
  • মুদ্রা :- ফ্রাংক
  • অধীনে ছিল :- ফ্রান্স
  • স্বাধীনতা দিবস :- ৫ আগস্ট, ১৯৬০

6 -Burundi / বরুন্ডি
  • রাজধানী :- বুজুম্বুরা
  • প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
  • মুদ্রা :- ফ্রাংক
  • অধীনে ছিল :- বেলজিয়াম
  • স্বাধীনতা দিবস :- ১ জুলাই, ১৯৬২

7 - Capo Verde / কেপ ভার্দে
  • রাজধানী :- প্যারায়া
  • প্রধান ভাষা :- পর্তুগিজ
  • মুদ্রা :- এসকুদো
  • অধীনে ছিল :- পর্তুগাল
  • স্বাধীনতা দিবস :- ৫ জুলাই, ১৯৭৫

8 - Cameroon / ক্যামেরুন
  • রাজধানী :- ইয়াওউন্ডে
  • প্রধান ভাষা :- ইংরেজি
  • মুদ্রা :- ফ্রাংক
  • অধীনে ছিল :- ফ্রান্স
  • স্বাধীনতা দিবস :- ১ জুলাই, ১৯৬০

9 - Central African Republic / মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র
  • রাজধানী :- বানগুই
  • প্রধান ভাষা :- ফ্রেঞ্চ, স্যানঘো
  • মুদ্রা :- ফ্রাংক
  • অধীনে ছিল :- ফ্রান্স
  • স্বাধীনতা দিবস :- ১৫ আগস্ট, ১৯৬০

এর পরবর্তী দেশগুলোর রাজধানী, প্রধান ভাষা, মুদ্রা, যে দেশের অধীনে ছিল এবং কবে স্বাধীন হয়েছে তা না লিখে, সেই ফরম্যাট অনুযায়ী লেখা হল।

10 - Chad / চাদ
  • ফোর্ট ল্যামি
  • ফরাসি
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ১১ আগস্ট, ১৯৬০

11 - Comoros / কমোরোস
  • মোরোনি
  • আরবি, কামেরিয়ান
  • কামোরান ফ্রাংক
  • ফ্রান্স
  • ১৫ আগস্ট, ১৯৬০

12 - Congo, Democratic Republic of the / কঙ্গো গনতন্ত্র
  • কিনশাসা
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • বেলজিয়াম থেকে
  • ৩০শে জুন ১৯৬০

13 - Congo, Republic of the / কঙ্গো প্রজাতন্ত্র
  • ব্রাজাভিল
  • ফরাসি
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ১৫ আগস্ট, ১৯৬০

14 - Côte d'Ivoire / কোত দিভোয়ার বা আইভরি কোস্ট
  • ইয়ামুসুক্রো
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ৭ আগস্ট, ১৯৬০

15 - Djibouti / জিবুতি
  • জিবুতি
  • আরবি, ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ২৭ জুন, ১৯৭৭

16 - Egypt / মিশর
  • কায়রো
  • আরবি
  • মিশরীয় পাউন্ড
  • ইংল্যান্ড
  • ২৮ ফ্রেব্রুয়ারি, ১৯২২

17 - Equatorial Guinea / ইকোয়েটরিয়াল গিনি
  • মালাবু
  • স্পেনীয় ভাষা, পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা
  • ফ্রাংক
  • স্পেন
  • ১২ই অক্টোবর ১৯৬৮

18 - Eritrea / ইরিত্রিয়া
  • আসমারা
  • আরবি
  • নাকফা
  • ইথিওপিয়া
  • ২৪ মে, ১৯৯৩

19 - Eswatini (formerly Swaziland) / সাজিল্যান্ড বা ইসোয়াতিনি
  • লোবাম্বা
  • ইংরেজি, সোয়াজি
  • দক্ষিণ আফ্রিকান রেন্ড, সোয়াজি লিলাঙ্গেনি
  • ইংল্যান্ড
  • ৬ সেপ্টেম্বর, ১৯৬৮

20 - Ethiopia / ইথিওপিয়া
  • আদ্দিস আবাবা
  • অ্যামহারিক
  • ডলার
  • সম্রাট শাসনামল

21 - Gabon / গ্যাবোন
  • লিব্রোভিলে
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ১৭ আগস্ট, ১৯৬০

22 - Gambia / গাম্বিয়া
  • বানজুল
  • ইংরেজি
  • দালাসি
  • ইংল্যান্ড
  • ১৮ ফ্রেব্রুয়ারি, ১৯৬৫

23 - Ghana / ঘানা
  • আক্রা
  • ইংরেজি
  • ঘানাইয়ানসিডি
  • ইংল্যান্ড
  • ৬ মার্চ, ১৯৫৭

24 - Guinea / গিনি
  • কোনক্রি
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ২রা অক্টোবর ১৯৫৮

25 - Guinea-Bissau / গিনি বিসাউ
  • বিসাউ
  • পর্তুগাল
  • ফ্রাংক
  • পর্তুগাল
  • ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩

26 - Kenya / কেনিয়া
  • নাইরোবি
  • সোহাহিলি
  • কেনিয়ান সিলিং
  • ইংল্যান্ড
  • ১২ ডিসেম্বর, ১৯৬৩

27 - Lesotho / লেসোথো
  • ম্যাসেরু
  • সোসোথা
  • লোটি
  • দক্ষিণ আফ্রিকা
  • ৪ অক্টোবর, ১৯৬৬

28 - Liberia / লিবেরিয়া
  • মনরোভিয়া
  • ইংরেজি
  • নাইরোবিয়ান ডলার
  • আমেরিকা
  • ২৬ জুলাই, ১৮৪৭

29 - Libya / লিবিয়া
  • ত্রিপোলি
  • আরবি
  • লিবিয়ান দিনার
  • ইতালি
  • ২৪ ডিসেম্বর, ১৯৫১

30 - Madagascar / মাদাগাস্কার
  • আনতানানারিভা
  • ইংরেজি, ফ্রেঞ্চ
  • এরিয়ারি
  • ফ্রান্স
  • ২৬ জুন, ১৯৬০

31 - Malawi / মালাই
  • লিলানগিয়ে
  • চিওয়া
  • কোয়াচা
  • ইংল্যান্ড
  • ৬ জুলাই, ১৯৬৪

32 - Mali / মালি
  • বামাকা
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ২২ সেপ্টেম্বর, ১৯৬০

33 - Mauritania / মৌরিতানিয়া
  • নোয়াকচট
  • আরবি
  • উগুইয়া
  • ফ্রান্স
  • ২৮ নভেম্বর, ১৯৬০

34 - Mauritius / মৌরিতোস
  • পোর্ট লুইস
  • ইংরেজি
  • মরিশিয়ান রুপি
  • ইংল্যান্ড
  • ১২ জুলাই, ১৯৬৮

35 - Morocco / মরোক্কো
  • রাবাত
  • আরবি
  • দিরহাম
  • ফ্রান্স
  • ২ মার্চ, ১৯৫৬

36 - Mozambique / মোজাম্বিক
  • মাপুটো
  • পর্তুগিজ
  • মেটিকেল
  • পর্তুগাল
  • ২৫ জুন, ১৯৭৫

37 - Namibia / নামিবিয়া
  • উইন্ডহক
  • ইংরেজি
  • নামিবীয় ডলার
  • দক্ষিণ আফ্রিকা
  • ২১ মার্চ, ১৯৯০

38 - Niger / নাইজার
  • নিয়ামে
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ৩ আগস্ট, ১৯৬০

39 - Nigeria / নাইজেরিয়া
  • আবুজা
  • ইংরেজি
  • নাইরা
  • ইংল্যান্ড
  • ১ অক্টোবর, ১৯৬০

40 - Rwanda / রুয়ান্ডা
  • কিগালি
  • কিয়ারারুয়ান্ডা
  • রুয়ান্ডা ফ্রাংক
  • বেলজিয়াম
  • ১ জুলাই, ১৯৬২

41 - Sao Tome and Principe / সাও টোম এবং প্রিন্সিপ
  • সাও টোম
  • পর্তুগিজ
  • ডোবরা
  • পর্তুগাল
  • ১২ জুলাই, ১৯৭৫

42 - Senegal / সেনেগাল
  • ডাকার
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ফ্রান্স
  • ২০ জুন, ১৯৬০

43 - Seychelles / সেওচেলেস
  • ভিক্টোরিয়া
  • সিচেলোইজ
  • রুপি
  • ইংল্যান্ড
  • ২৯ জুন, ১৯৭৬

44 - Sierra Leone / সিরিয়া লিওন
  • ফ্রিটাউন
  • ইংরেজি
  • লিওন
  • ইংল্যান্ড
  • ২৭ এপ্রিল, ১৯৬১

45 - Somalia / সোমালিয়া
  • মোগাদিসু
  • সোমালি
  • শিলিং
  • ইতালি
  • ১ জুলাই, ১৯৬০

46 - South Africa / দক্ষিণ আফ্রিকা
  • প্রিটোরিয়া
  • আফ্রিকান, ইংরেজি
  • Rand
  • ইংল্যান্ড
  • ৩১ মে, ১৯১০

47 - South Sudan / দক্ষিণ সুদান
  • জুবা
  • আরবি
  • সাউথ সুদান পাউন্ড
  • সুদান
  • ৯ জুলাই, ২০১১

48 - Sudan / সুদান
  • খার্তুম
  • আরবি
  • পাউন্ড
  • ব্রিটেন
  • ১ জানুয়ারি, ১৯৫৬

49 - Tanzania / তাঞ্জানিয়া
  • দোদোমা এবং দার-উস-সালাম
  • সোয়াহিলি
  • শিলিং
  • ইংল্যান্ড
  • ৯ ডিসেম্বর, ১৯৬১

50 - Togo / টোগো
  • লোমে
  • ফ্রেঞ্চ
  • ফ্রাংক
  • ইংল্যান্ড
  • ২৭ এপ্রিল, ১৯৬০

51 - Tunisia / তিউনিশিয়া
  • তিউনিশ
  • আরবি
  • দিনার
  • ফ্রান্স
  • ২০ মার্চ, ১৯৫৬

52 - Uganda / উগান্ডা
  • কাম্পাল
  • ইংরেজি
  • শিলিং
  • ইংল্যান্ড
  • ৯ অক্টোবর, ১৯৬২

53 - Zambia / জাম্বিয়া
  • লুসাকা
  • ইংরেজি
  • কোয়াসা
  • ইংল্যান্ড
  • ২৪ অক্টোবর, ১৯৬৪

54 - Zimbabwe / জিম্বাবোয়ে
  • হারারে
  • ইংরেজি
  • জিম্বাবোয়ে ডলার
  • ইংল্যান্ড
  • ১৮ নভেম্বর, ১৯৮০


আফ্রিকা মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :-


1 :-  দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি ?
উঃ- দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম প্রিটোরিয়া।

2 :-  আফ্রিকা মহাদেশের আয়তন কত ?
উঃ- আফ্রিকা মহাদেশের আয়তন ৩ কোটি ৩ লক্ষ ৪৩ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার।

3 :-  আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিকিলিমাঞ্জারো (৫,৯৬৩ মিটার)।

4 :-  আফ্রিকা মহাদেশের সীমানা ?
উঃ- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।

5 :-  আফ্রিকা মহাদেশের দেশ কয়টি ?
                       অথবা
       আফ্রিকা মহাদেশ কয়টি দেশ ?
                       অথবা
       আফ্রিকা মহাদেশ কয়টি দেশ আছে ?
উঃ- ৫৪ টি।

6 :-  আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি ?
উঃ- আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ ৫৪ টি।

7 :-  আফ্রিকা মহাদেশের উন্নত দেশ কোনটি ?
উঃ- আফ্রিকা মহাদেশের উন্নত দেশ দক্ষিণ আফ্রিকা।

8 :-  আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি ?
                       অথবা
       আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উঃ- আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ সুদান।

9 :-  আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর ?
                       অথবা
       আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে ?
উঃ- আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর সাগর।

10 :-  কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে ?
উঃ- জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে।

11 :-  এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
                       অথবা
        এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী ?
উঃ- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে প্রণালী বাব এল মান্দেব প্রনালী।

12 :-  আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে ?
                       অথবা
        আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে ?
উঃ- আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী।

13 :- আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উঃ- সেশেলিস।

14 :- আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি ?
উঃ- আলজেরিয়া।
  • অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় - আফ্রিকা।
  • মরুভূমির দেশ - আফ্রিকা।
  • বৃহদাকার চিড়িয়াখানা - আফ্রিকা।
  • আফ্রিকার হৃদয় - সুদান।
  • নীলনদের দেশ বলা হয় - মিশর কে।
  • পিরামিডের দেশ বলা হয় - মিশর।
  • বাজারের শহর বলা হয় - কায়ারো।
  • রাতের নগরীর দেশ - কায়ারো।
  • রজত নগরী - আলজেরিয়া।
  • রৌপ্যের শহর - আলজেরিয়া।
  • লবঙ্গ দ্বীপ - জাঞ্জিবার / তানজানিয়া।
  • স্বর্ণনগরী - জোহানেসবার্গ।
  • চির সবুজের দেশ - নাটাল।
  • শ্বেতাঙ্গদের কবরস্থান - গিনি কোস্ট।
Share on Whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ